নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোররাত থেকে হালকা আঁচে সেদ্ধ হওয়া
ব্যাঙের স্যুপ খেয়ে দিন শুরু করি
প্রতিদিন আমার বড় সময় কেটে যায়
একটা করে ব্যাঙ শিকার করতে।
মাঝে মাঝে ভাবি ব্যাঙের খামার করব
ব্যাংক লোন পাওয়া গেলে ভাল হত
রোমান্টিক ইনভেস্টর পেলে আরো ভাল,
কুমির চাষের সফলতার গল্প পড়েছি
কিন্তু অত জুতো নেই আমার
(এসব কাজে শুকতলার শ্রাদ্ধ হয়)
আর আমি আজন্ম অলস।
এই স্যুপের বিশেষ উপকারিতা হল
মেরুদন্ড একদম স্মুথ হয়ে থাকে, নরম তুলতুলে
আমি প্রতিদিন ব্যাঙের স্যুপ খাই
আর শিরদাঁড়া গুটিয়ে বেশ বেঁচে থাকি
এক মেটামরফোসিস সকালে
আমি ওই ব্যাঙ হব--
তোমার স্যুপের পেয়ালায়।
২২.০৭.২০২০
২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাল লেগেছে জেনে ভালো লাগছে। স্যুপ তো খুব সোজা, ব্যাঙ ধরাটাই মুশকিল, ধরতে পারলে এক মেটামরফোসিস সকালে চলে আসুন।
শুভকামনা জানবেন।
২| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা জানবেন।
৩| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন সুস্বাগতম কবি ।
২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম ভাই
ভালোবাসা।
৪| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:১৪
নেওয়াজ আলি বলেছেন: এক সময় ব্যাঙ রপ্তানি হতো এখন হয়কিনা জানি না । অন্যরকম লেখা
২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: পাঠে কৃতজ্ঞতা।
শুভকামনা....
৫| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা !
অনেকদিন পরে দেখলাম আপনাকে। আশাকরি নিয়মিত হবেন
শুভকামনা নিরন্তর ...
২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৫
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই অনেকদিন পর! আমিও ইচ্ছা করি নিয়মিত হবার।
আসলে আমি অনেকদিন লেখালেখির বাইরে, লেখা আসলে আমিও আসব।
পাঠে কৃতজ্ঞতা।
ভালোবাসা নিরন্তর...
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: দুর্দান্ত রকমের দুর্ধর্ষ হয়েছে। এই স্যুপ খেতে চাই।