নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক রক্তিম চাদরে ঢাকা পড়ে যাচ্ছে চরাচর
আমি, তুমি এবং আমাদের যুগল নিঃসঙ্গতা
আমরা বাস করতাম যদি এক
শীতল পাইনের বন
তার ধারে...
প্রতি সন্ধ্যায় আগুন জ্বেলে
চেয়ে থেকে থেকে যদি কেটে যেত আমাদের
অনেক বছর
এই এক ছবি বুকে নিয়ে
যদি চলে যাওয়া যেত কোনো দিকে
চারিদিকে এত দেয়াল,
এত শেকল আর অদ্ভুত সব দুঃখ,
বেঁচে থাকবার দুঃসহ অভিমান!
বিষণ্ণতায় বিষ নয়,
প্রদীপ জ্বালাও হে অর্জুন
অনেক বেশ দেখা হল এই দেশে,
পায়ে পেরেক আর হৃদয়ে দিয়াশলাই বাক্স নিয়ে
হতে পারে যদি আরেক
সপ্তম অভিযান....
*** ছবিটি ইন্টারনেট থেকে প্রাপ্ত, আর্টিস্ট লিংক না থাকায় ব্যবহারের অনুমতি নিতে পারিনি, কিন্তু ছবিটি খুব পছন্দ হওয়ায় দিতে বাধ্য হলাম!
২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! কপিরাইট বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ, গত লেখার ছবিটা অনুমতি নিয়েছিলাম।
ভালোবাসা জানবেন।
২| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধাক্কা যেন সহ্য হয় আপনার দোয়া করি
২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ক্ষমা করবেন, আমি ঠিক বুঝতে পারলাম না। ধাক্কা?!
৩| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখা
২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!
ভালোবাসা রইলো!
৪| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
নেওয়াজ আলি বলেছেন: খুব চমৎকার লেখা
২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
৫| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৫
জাফরুল মবীন বলেছেন:
"চারিদিকে এত দেয়াল,
এত শেকল আর অদ্ভূত সব দুঃখ" - মূল কথা এখানে।এ পরিস্থিতি থেকে বাঁচার আকুলতা মনে হয় সার্বজনীন।
চমৎকার কবিতাখানির জন্য কবিকে ধন্যবাদ।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালোবাসা রইলো নিরন্তর....
৬| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।
৭| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৭
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ,
অপূর্ব সুন্দর কবিতা।
"এই এক ছবি বুকে নিয়ে
যদি চলে যাওয়া যেত কোনদিকে....."
মানুষ গোপন গভীরে নিরন্তর কোনও একটি ছবি নিয়েই চলে , যেতে চায় শত দিকে, শত পথে।
কিন্তু পোড়ার পথ কি আর ফুরোয় !!!!!!
২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ভালোলাগা আমার কাছে বিশেষ কিছু! বরাবরের মতই আপনার মন্তব্য লেখায় নতুন অর্থ যোগ করে যেন।
ভালোবাসা জানবেন প্রিয় আহমেদ জী এস ভাই।
৮| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৩
মা.হাসান বলেছেন: আমাদের যুগল নিঃসঙ্গতা-- অক্সিমোরোনের কি চমৎকার প্রকাশ!
হৃদয়ে দিয়াশলাই বাক্স নিয়ে
হতে পারে যদি আরেক
সপ্তম অভিযান... হৃদয়ে দেশলাই বাক্স থাক, পায়ে পেরেক চাইনে।
+++
২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার বলেছেন। পাঠে কৃতজ্ঞতা। যা চাই না তাও থাকে, তখন তাই নিয়ে পথ চলা, তাই না
ভালোবাসা!
৯| ২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: "এই এক ছবি বুকে নিয়ে
যদি চলে যাওয়া যেত কোনদিকে....." - ছবিটা আসলেই খুব সুন্দর! কবিতার সাথে অতি চমৎকারভাবে জড়িয়ে আছে।
দুঃখিত, আমি আপনার কবিতা এর আগে বেশী পড়িনি, যদিও এখানে আপনার অনেক কবিতা আছে। 'সপ্তম অভিযান' কেন? এর আগের অভিযানগুলো নিয়ে কি কোন কবিতা লিখেছেন?
পায়ে পেরেক নিয়ে কিভাবে চালাবেন অভিযান?
প্রদীপ জ্বালাতে হবে, বিষ ছড়াতে নয়! বড় চমৎকার কথা বলেছেন! গভীর অনুভব থেকে উঠে আসা কথা!
দ্বিতীয় মন্তব্যে 'ধাক্কা'র ব্যাপারটা আমারও বোধগম্য হয় নি। ভেবেছিলাম, আপনি হয়তো বুঝে থাকবেন।
আপনার কলম থেকে আরও অনেক সুন্দর সুন্দর কবিতা বের হয়ে আসুক, এ শুভকামনা রেখে গেলাম।
কবিতায় পঞ্চম ভাল লাগা + +।
২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলেই ভালো বলেছেন যে ছবিটা লেখার সাথে ভাল গেছে। আমি আগে কবিতার সাথে ছবি দিতাম না, মনে হত কবিতা নিজেই পাঠকের মধ্যে একটা ছবি তৈরী করে, বাড়তি ছবি বিষয়টাকে বাধাগ্রস্থ করে। এখন একটু অন্যরকম করে ভাবলাম। খুঁজতে খুঁজতে এই ছবিটা পাবার পরে মনে হল এই ছবির জন্য কবিতাটা লেখা হয়েছে, অথবা উল্টো!
লেখার একজন মনযোগী পাঠক এবং তার পাঠপ্রতিক্রিয়া পাওয়াটা লেখালেখির ক্ষেত্রে খুবই আনন্দের বিষয়। এত চমৎকার করে বলছেন, আপনাকে ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর!
১০| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৩
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: মানুষের জীবনে যখন দুঃখ আসে,বাঁধায়,পিছুটানে সে যখন জর্জরিত ,তখন সে আশ্রয় খুঁজে ফেরে পুরোনো কোনো ভালো সময়ের ভালো স্মৃতিতে।সেই স্মৃতি আকড়েঁ ধরে বাঁচতে চায় সে।পাড়ি দিতে চায় বন্ধুর পথ।সবসময় সে পথ অতিক্রম করতে পারে না মানুষ।তবুও চায়।পায়ের পেরেক যতোই আটকে রাখুক তাকে,যতই তাকে করে ফেলুক স্থবির,হৃদয়ের দেশলাইয়ের আলোকে আশ্রয় করে সে বেঁচে থাকার আশা ফিরে পায়। হৃদয়ের এই দেশলাই ই তার মনের জোর।চমৎকার কবিতার জন্য ধন্যবাদ।
১১| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২২
ৎঁৎঁৎঁ বলেছেন: পায়ের পেরেক যতোই আটকে রাখুক তাকে,যতই তাকে করে ফেলুক স্থবির,হৃদয়ের দেশলাইয়ের আলোকে আশ্রয় করে সে বেঁচে থাকার আশা ফিরে পায়। হৃদয়ের এই দেশলাই ই তার মনের জোর। - চমৎকার বলেছেন!
অনেক ধন্যবাদ আপনাকে ভাই!
ভালোবাসা জানবেন।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: "এই এক ছবি বুকে নিয়ে
যদি চলে যাওয়া যেত কোনদিকে....." আহা এমনি করে ভাবা যায় কিন্তু চলে যাওয়া যায় না।
আর যায় না বলেই হা, হুতাম। আর যারা যেতে পারে তারা সন্নাস।
জীবনবোধের কাব্যে +++
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৫
ৎঁৎঁৎঁ বলেছেন: এত দেরিতে প্রতিমন্তব্য করায় দুঃখ প্রকাশ করছি! কবিতা পাঠে ও মন্তব্যে অনেক ভালোবাসা।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। নেটের ছবি নেটেই আছে
কিচ্ছু হবে না....। নেট কালেকটেড লেখা থাকলেই হলো।