নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
ল্যাম্পপোস্টের নিচে কাগজ কুড়োচ্ছে অন্ধকার
আলোর ইস্কুলে হোমওয়ার্ক করবে বলে,
বেণি দুলিয়ে হেঁটে গেল সিন্ধুপারের মেয়ে
দুপুরবেলা ফুটপাথে, ম্যারাথন জলপাই আসর
ফোটোগ্রাফির প্রথম পাঠ, অতল-
তোর সঙ্গে আমার ভিউফাইন্ডারে পরিচয়
ম্যাক্রো লেন্সে শিশির বিন্দু
তোর সাথে আমার পাহাড়পুরে জেগে ওঠা সকাল
দৃশ্যগুলো জেগে থাক,
ঢেউয়ের চূড়ায় হারাবার মত অবিকল...
২।
সন্তুরের শব্দের মত ডানা ঝাপটাচ্ছে বৃষ্টি
এরকম শব্দে অক্ষর শহরের সীমানা ছাড়ায়
সকল সঙ্গে সাগর মেলে না; জানে ঢেউ
অবিকল আলোয় ভাঙে বিহ্বলতার পাড়
মহাবসন্তে গেয়ে গেছে পাখি জলরং ডানায়
অতীত ভাসছে দক্ষিণের শীতল রাত্রিচূড়ায়
তার পায়ের শব্দ শুনি দিন গুনি আর পাথর কুড়াই
উত্তুরে আদরে গলে যায় হিমবাহ, তরল উষ্ণতায়....
৩।
মানুষ কেবল তার স্বপ্নের মধ্যেই বড় হয়
জমিনে জন্ম জেনে বিছায় আদরের ঘুম
আঁচড় কাটে শূন্যতায়,
আঁকে নীলাভ আসমান....
যখন সবকিছুই কাল্পনিক
প্রেমিকার চোখের তারায়
লক্ষ্যভেদে ব্যস্ত তীরন্দাজ
স্মৃতি হাতড়িয়ে তুলে আনে অন্ধ অতীত,
কমলালেবুর ঘ্রাণ, পদ্মায় ফেরির হুইসেল
হারিকেন-শৈশব হাতড়িয়ে
উঠে আসছে ক্রমাগত বন্ধু'র মুখ
জলের ফোঁটার মত ঝরে পড়ছে
মরিচা ধরা হার্ডডিস্কের চাকায়..
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!
শুভেচ্ছা জানবেন!
২| ২৭ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪০
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ
শিরোনামের অর্থটা ঠিক বুঝতে পারছিনে। "লিখ দিন - ১" বলে আসলে কি বোঝাতে চেয়েছেন !
তবে কবিতাত্রয় ভালো হয়েছে।
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: লিখ দিন খুব পছন্দের একটা গানের প্রথম লাইন। লিখ দিন-১ বলতে আসলে দিনিলিপি লিখে চলার প্রথম পর্ব বলতে চেয়েছি!
ভালোবাসা জানবেন প্রিয় জী এস ভাই।
৩| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২০
শায়মা বলেছেন: শিরোনামটা মনে হয় দিনলিপি ১ টাইপ কিছু তাইনা ভাইয়া?
আর কবিতার প্রথমটা পড়ে হারালো হারালো মন হারালো.......
অনেক ভালো লাগা।
২৮ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: একদম ঠিক ধরেছেন। দিনিলিপি ১ টাইপ কিছুই বলতে চেয়েছি।
হারিয়ে যাওয়া সময়ে মন হারিয়ে যাওয়াই ভাল!
ভালোবাসা জানবেন!
৪| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১১
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনার কবিতায় স্মৃতিকাতরতার স্থান বিশেষভাবে থাকে।অতীতের খুচরো স্মৃতি মানুষকে তাড়িত করে।বর্তমানের ধূসর সময়ে অস্থির হয়ে মানুষ চলে যায় অতীতের কোনো স্মৃতির কাছে।
প্রথম কবিতায় অতীতের টুকরো স্মৃতিকে তুলনা করেছেন ম্যাক্রো লেন্সের শিশিরবিন্দুর সাথে।স্মৃতি হয়তো শিশিরবিন্দুর মতো ক্ষুদ্র।কিন্তু তার বিশালতা ও গভীর প্রভাব বোঝাতে ম্যাক্রো লেন্সের মতো আধুনিক যন্ত্রের অবতাড়ণা খুবই ভালো লেগেছে।
মানুষের সব চাওয়া পূরণ হয় না। তবুও অতীতের শীতলতাকে মনে গেঁথে মানুষ দিন গোণে উষ্ণ ভবিষ্যতের আশায়।
মরিচা পড়া হার্ডডিস্ক।মানুষের নির্জীব মনের প্রতীক।এই নির্জীব মনে সজীবতা নিয়ে আসে অতীতের সোনালি সময়।মানুষ তার স্বপ্নেই বাঁচে।স্বপ্ন,কল্পনা না থাকলে মানুষ মরে যেত।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার মত সংবেদনশীল পাঠক পাওয়া খুবই দারুন ব্যাপার! নিজের ব্যক্তিগত অনুভূতির একটা লেখা যখন অন্য কারও অনুভূতির সাথে সংযোগ ঘটায় তখন আনন্দ হয়!
অনেক অনেক ভালোবাসা জানবেন।
৫| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৫
মা.হাসান বলেছেন: কি ঝকমকে লাইন!
তোর সঙ্গে আমার ভিউফাইন্ডারে পরিচয়
কাগজ কুড়োচ্ছে অন্ধকার
আলোর ইস্কুলে হোমওয়ার্ক করবে বলে,
অক্ষর শহরের সীমানা ছাড়ায়
আহা। মন অশান্ত হলেও এত ভালো লাগে!
২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি এখান থেকে আমার ভালো লাগার কিছুই লাইন তুলে এনেছেন! খুব ভালো লাগলো!
আপনার শান্তি প্রার্থনায়...
ভালোবাসা।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামটা দিনলিপি-১ হলে আরও সুন্দর হতো। কবিতার পরতে পরতে যাপিত জীবন আর অতীত মাখামাখি করে দাড়িয়ে আছে, যেন হাত ছানি দিয়ে ডাকছে।
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: এত দেরীতে আপনার মন্তব্যে সাড়া দেবার জন্য আন্তরিকভাবে দুঃখিত! আপনাকে ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য।
শুভেচ্ছা রইলো।
৭| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৮:২৩
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অনেক দিন হয়ে গেল। আপনি কোথায়?
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৯
ৎঁৎঁৎঁ বলেছেন: কেউ খুঁজলে ভাল লাগে, সেটা যদি আপনি হন তো বটেই।
অনেকদিন পরে লেখা দিয়েছি একটা, যেটা আপনি পড়েছেন।
শুভেচ্ছা !
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৬
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।