নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়, জীবন গিয়াছে চলি -জীবনের আড়াল,
উড়ুক্কু মাছের ডানায় পাখি হবে না সুখী।
জেনেছে দুঃখ অজর, অবেলায় ঝরে রোদ্দুর
সোনালী সুদূর, রঙ চিনছি সদ্য, সময় সঙ্গিন।
আমি এক ভীতু সিংহ চিনি যার নাম জানি না
আকাশের বিস্তারে আলোও ফিরেছে ঘরে
তবু আমি খুঁজে চলি বসবাস বিউটি বোর্ডিং....
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! জায়গাটায় আলো ছায়ার খেলা চলে।
শুভেচ্ছা রইলো...
২| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভাল লাগলো , শুভ কামনা
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ সাখাওয়াত হোসেন বাবন! ভালো লেগেছে জেনে আনন্দ হল।
শুভেচ্ছা নিরন্তর...
৩| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো লাগলো
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি!
শুভেচ্ছা জানবেন।
৪| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৩
আমি সাজিদ বলেছেন:
বিউটি বোর্ডিং এর কাছাকাছি জায়গার ছবি। গত বছর তুলেছিলাম।আমারও আলো ছায়ার ছবি শেয়ার দিতে ইচ্ছে হলো।
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ছবিটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এখানকার অলিগলিতে নানা প্রেস-প্রকাশনী, রোদেলার পথে আলো ছায়া....
৫| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৫
নেওয়াজ আলি বলেছেন: হায় জীবন চলছে কোন রকম
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: হায় জীবন, চলেছে জীবনের পথে...
শুভেচ্ছা জানবেন নেওয়াজ আলি!
৬| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: বার ২ গেছি এখানে।
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি বার বার যেতে চাই।
ভাল থাকবেন মরুভূমির জলদস্যু।
৭| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!
শুভেচ্ছা জানবেন।
৮| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা খুব ভালো লাগলো ইফতি ভাই।
২০০২ থেকে ২০০৫ সময়ে বিউটি বোর্ডিঙে বহুবার গিয়েছি। বাংলা বাজারে গেলে শুক্রবারে ওখানে কিছু সাহিত্যের আড্ডায় যোগ দিতে যেতাম।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই। আপনার ভালো লাগা বিশেষ আনন্দের।
আমি মাঝে কয়েকদিন ছিলাম, ভাল ছিল অভিজ্ঞতা।
শুভেচ্ছা জানবেন।
৯| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৮:২২
নান্দনিক নন্দিনী বলেছেন: অবেলায় ঝরে রোদ্দুর...
ৎঁৎঁৎঁ = ইফতি (নামটা সুন্দর)
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
নিক খোলার সময় নামের কিছু অংশ থেকেই গেছে, বুদ্ধিমানেরা বের করে ফেলে!!
শুভকামনা রইলো!
১০| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:০২
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: জীবনের পথপরিক্রমায় কবি ক্লান্ত , বিক্ষুব্ধ । সোনালি রোদের স্বপ্ন মৃতপ্রায়। আশাহীনতার অন্ধকারে নিমজ্জিত কবি। এই আশাহীনতার মাঝেও কবির সুসময় ফিরে পাবার আশা নিঃশেষ হয়ে যায় নি। সেই আশার ভরসাস্থল হিসেবেই কবি তাই খুঁজে ফেরেন বিউটি বোর্ডিং কে।
আমি কখনো যাই নি সেখানে।
কবিতা বরাবরের মতোই সুন্দর।
২৬ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ঘুরে আসার মতন না, গিয়ে কয়েকদিন থাকার চেষ্টা করবেন, আমার মনে হয় ভাল লাগবে। এইসব চেয়ার টেবিলে লিখে গেছেন কত মানুষ- এরকম ভাবনা ভাবাবে বেশ। (১ নং রুম নেবেন)
কবিতার বিশ্লেষণ তো বরাবরের মতই প্রখর!
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
১১| ০৯ ই জুন, ২০২১ রাত ৯:১২
খায়রুল আহসান বলেছেন: "হায়, জীবন গিয়াছে চলি-জীবনের আড়াল" - কি চমৎকারভাবেই না এ কবিতাটি শুরু হয়েছে! তারপর, মাত্র সাতটি লাইনে ছবির আলোছায়ার মত ভাবের আলোছায়াও কত চমৎকারভাবে খেলে গেল গোটা কবিতা জুড়ে!
বিউটি বোর্ডিং এ আমি কখনো যাই নি। সেখানে কি এখনও কোন সাহিত্য আসর বসে, নাকি সেটা এখন শুধুই একটা বোর্ডিং হাউস?
কবিতায় সপ্তম ভাল লাগা + +।
১০ ই জুন, ২০২১ দুপুর ১:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ভাল লেগেছে এবং ভালোলাগা জানিয়েছেন এজন্য কৃতজ্ঞতা জানবেন।
আমি কয়েকদিন মাত্র ছিলাম, সেখানকার সাহিত্য আসর বা এই সংক্রান্ত কার্যক্রম নিয়ে তেমন ধারনা নেই। বোর্ডিং হাউস হিসেবে থাকতে পারবেন, এমনিই ঘুরে আসলেও ভাল লাগতে পারে। ক্যান্টিনের শর্ষে ইলিশ, দই এবং আলো-ছায়ার জোয়ার ভাটায় বেশ ভাল লাগবে।
ভালোবাসা জানবেন খায়রুল আহসান ভাই।
১২| ০৯ ই জুন, ২০২১ রাত ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: ওহ, বলতে ভুলে গিয়েছিলাম, ৪ নং মন্তব্যে ছবিটা শেয়ার করার জন্য আমি সাজিদ কে অনেক ধন্যবাদ!
১০ ই জুন, ২০২১ দুপুর ১:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার সাথে মিলিয়ে আবারও সাজিদ ভাইকে ধন্যবাদ।
১৩| ০৯ ই জুন, ২০২১ রাত ৯:৩৬
মনিরা সুলতানা বলেছেন: মন কেমন করা !
বিউটি বোর্ডিং এ যাওয়া হয় নি এখন ও। তবে এর জলছাপের একটা শাড়ি আছে আমার খুব প্রিয়। ব্লগ ডে তে পরেছিলাম।
১০ ই জুন, ২০২১ দুপুর ১:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতা পাঠে অনেক ধন্যবাদ।
একদিন ঐ শাড়িটা পড়ে বিউটি বোর্ডিং এ যেতে পারেন, কিছু ছবি তুলে ভ্রমন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন! ওদের ক্যান্টিনের খাবার মজা।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৬
আমি সাজিদ বলেছেন: কি চমৎকার আলো ছায়ার খেলা!
কি অদ্ভুত জীবন!