নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বুকে নেমে এসেছে এ যাবত যত রাত
তাদের সকল অন্ধকারের যোগফল তোমার শূন্যতা
ততোধিক অন্ধকারে আমি নিজেকে করেছি বিলীন
সুনীল তরবারি শিরায়; বয়ে চলে ঘাতক সাবমেরিন
এই গ্রহটির হাড়মাংস যতজুড়ে অক্টোপাস নীলতিমি
বিচরণ করে আর জল মাখে তীরমাখা তীরল হরিণ
আরো কত পাথুরে বিষাদ আর বুকে উড়াল অভিলাষ
মানুষ মানুষেতে মহাসুর, অনির্দেশে হেঁটে যায় অনন্তর
এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে এ যাবত যত মানুষ
আমি তাদেরই একজন, তোমরাও তাই, এই মহাভূমে
যত শিশু খেলেছে তেপান্তরের মাঠ, জমিন উপড়ে
উঁকি দেয় উদ্ভট হেরেম আর কংক্রিট জিমনেশিয়াম
সকলের সকল পাপের সমান বেদনা নিয়ে ক্রুশবিদ্ধ যীশু
হেঁটে যান বাজারের থলে হাতে যদি দেখা বুদ্ধের সাথে,
হত্যা করবার কথা তবু তারা এককাপ চা খান একসাথে,
মানুষের কিছু আর আসবে না তাতে, পাতাদেরও তাই
সবুজতাপ আর গন্ধগোকুলের বিলাপ ফিরছে প্রান্তরে
ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে কান পেতে শোনা যাবে মায়ের
চিৎকার-- যখন আমি পৃথিবীর পথে। এভাবে উদ্ধার হবে
স্মৃতির মুকুট--চুরি যাওয়া মালিকানা গহনা দলিলসব
এ যাবত যতবার ভোরবেলা এসেছে এই গ্রহে নির্ভয়ে
যতবার সূর্য দাঁড়িয়েছে মাথা তুলে ঠিক শিড়দাঁড়া বরাবর
বল্লম হাতে ছুটে গেছে শিকারি; ঘুঙুর পায়ে চিতাবাঘ চিল,
ভোররাত্রির আলো ছেঁকে কবিতা লিখছি, নিছক অর্থহীন
১০.০৮.২০২
ছবিসূত্র -
Primitive I Painting
Andrei Palade
Romania
https://www.saatchiart.com/art
২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগা।
ভালো থাকবেন।
২| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ!
শুভেচ্ছা জানবেন।
৩| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুণ একটা কবিতা নিয়ে আসলেন আজ।
এটাকি আগে পোষ্ট করেছিলেন। কিছু বাক্য ভীষণ পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে কতবার আওড়িয়েছি।
২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: না, আগে পোস্ট করা হয়নি, হয়তো এই লেখার মধ্যে আগের কোন লেখার পুনরাবৃত্তি থাকতে পারে। পাঠ করে ভাল আগায় আনন্দ হচ্ছে।
ভালো থাকবেন।
৪| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৩
পোড়া বেগুন বলেছেন:
পৃথিবীতে কোন কিছুই অর্থহীন নয়; শুধু আমাদের বুঝতে না পারার অক্ষমতা।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অর্থ-অনর্থ সবই তো আমাদের আরোপিত চিন্তা, এই পৃথিবীর তাতে কিছুই যায় আসে না!
শুভকামনা রইলো।
৫| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:২২
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর পেলাম ইফতি কে !
ভালোলাগা রেখেছি।
২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: হ্যা, অনেকদিন পরেই আসলে কিছু একটা পোস্ট করা হল! আশা করি আপনার সবাই ভালো আছেন, আবার কখনো ব্লগ ডে হলে দেখা হবে আশা করি।
শুভেচ্ছা নিরন্তর...
৬| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩০
অপ্সরা বলেছেন: বাহ ভাইয়া!
দারুণ কবিতা।
২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা রইল।
৭| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পৃথিবীর অর্থময় ও অর্থহীন সব কথা উঠে এসেছে কবিতায়। ++++
২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: অর্থময় ও অর্থহীন একই সাথে - এইটা ভাল বলেছেন। পাঠে আনন্দ।
ভাল থাকবেন!
৮| ২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অসাধারণ কবিতা।
২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, অসাধারণ একটা কবিতা পড়লাম ইফতি ভাই।
ভোররাত্রির আলো ছেঁকে কবিতা লিখছি! কী অসাধারণ প্রকাশ! বিমোহিত।