![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন বিজ্ঞান মনস্ক মুক্তমনা এবং আল্লাহ ভিরু মানুষ বলে বিশ্বাস করি। বিশ্বাস করি বিশ্বজগৎ আপনা-আপনি সৃষ্টি হওয়া সম্ভব নয়। এবং আমার কাছে যুক্তি আছে ইসলামকে গ্রহণ করার। বিশ্বাস করি, একতাই আমাদের শক্তি, আর চেষ্টার ফসল যিনি দিবেন তিনি উপরে বসে আছেন। বিশ্বাস করি মুক্তমনা মানে যাচ্ছেতাই বলা না। কাওকে কথা দিয়ে আঘাত করা নিকৃষ্ট কাজ। তাই কাওকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাইনা।
স্বাধীনতার মানে?
-ইকরামুল ওলী
স্বাধীনতা মানে দেশকে নিয়ে নতুন করে ভাবা, দেশকে বাঁচাতে তারই জন্য দেশদ্রোহী হওয়া।
স্বাধীনতা মানে ফিজিক্স নয়, কেমিস্ট্রি নয়, নয় কোনো যোগ্যতা;
স্বাধীনতা মানে একটাই অর্থ, তা হল মানবতা।
স্বাধীনতার কোনো জনক নেই, জননী নেই,
স্বাধীনতার মানে শুধু "আমরা সবাই রাজা"।
স্বাধীনতার নামে চাইনা আমার বিক্রিত গণতন্ত্র,
চাই শুধু মনের কথা চিৎকার করে বলার প্রাপ্য সাহসমন্ত্র।
স্বাধীনতা কি মুক্তমনার নামে নবীকে তাচ্ছিল্য করা? নাকি স্বাধীনতার নাম শান্তির মহাবতারকে হীনতার স্থান দেয়া?
গণতন্ত্র? সেটা আবার কি?
একটি তনু, একটি রাজন, একটি ফেলানি অথবা সাগর-রুনি,
তারাই কি গণতন্ত্র?
তাদের লাশে গণতন্ত্রের আলামতখানি খুঁজি।
আমি আমার দেশে আজও স্বাধীনতাকে খুঁজি...।
©somewhere in net ltd.