নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেএসআর

be united, no alternative to move forward.

েকএসআর

be united, no alternative to move forward.

েকএসআর › বিস্তারিত পোস্টঃ

অফিসগামীদের জন্য

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০২

নিজেদের আর্থিক প্রয়োজনে আমরা বিভিন্ন পেশায় জড়িত। আজ ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে অফিস সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সাথে ভাগ করলাম। আশা করি হয়তো উপকৃত হবেন।



১। প্রতিদিন সময়মত অফিসে পৌঁছান এবং অতি প্রয়োজন ব্যতিত গ্যাপ না দেয়ার চেষ্টা করুন। (নতুন চাকরিতে যোগ দেয়ার পর প্রথম ৬ মাস )। পরে আপনার কাজ, ব্যক্তিত্ব আপনার কথা বলবে।



২। না বুঝে কোন ধরনের কাজে হাত দেবেন না। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা না করে নিজের সম্মান সবার কাছে বজায় রাখুন। নিজেকে সবজান্তা ভেবে ভুল হবার পর সবার কাছে হেয় না হয়ে আগেই সমাধানের পথ খুজুন।



৩। কাজে তাড়াহুড়া পরিহার করুন, বিশেষ করে অফিস থেকে বের হওয়ার সময়।



৪। কাজ না বুঝলে লজ্জা না রেখে আপনার জুনিয়র/সিনিয়র যে কোন কলিগের সাথে শেয়ার করুন (যে কাজটা বোঝে)। কারন পৃথিবীর কেউ একা সব কিছুতে পারদর্শী না। মনে রাখবেন অতিরিক্ত ভাব আপনার নিজের ক্ষতির কারন হতে পারে।



৫। কাজ কম করুন অসুবিধা নেই কিন্তু নিজেকে এক্সপার্ট প্রমান করতে গিয়ে বেশি চাপ অনেক সময় আপনার মানসিক যন্ত্রণার কারন হতে পারে।



৬। কোন কাজ ফেলে রাখবেন না। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার চেষ্টা করুন। (বিশেষ করে সপ্তাহের শেষে কিংবা বন্ধের আগের দিন)।



৭। লিখিত প্রমান ছাড়া কারো সাথে (যেই হোক) কোন ধরনের কমিটমেন্ট এ ভুলেও যাবেন না। কারন ভবিষ্যতে এই ব্যক্তি সবার সামনে অস্বীকার করতে পারে। তাই হার্ড কপি, মেইল বা হ্যান্ড নোট সংরক্ষন করুন।



৮। সবার সাথে মিশুন এবং ভালো ব্যবহার করুন (সকল ডিপার্টমেন্ট)। কারন বিপদে অনেক সময় এরাই আপনাকে সাহায্য করবে। অফিস পলিটিক্স থেকে সাবধান। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। টেস্ট ক্রিকেট এর মত সেশন বাই সেশন দিন পার করুন।



৯। সবার কথা মনোযোগ দিয়ে শুনুন কিন্তু নিজের কাছে যেটা ভালো বা যৌক্তিক মনে হয় সেটাই করুন। সমষ্টিক ভালো চিন্তা করে নিজেকে উপস্থাপন করুন। এতে সবার মনে আপনাকে নিয়ে ভ্রান্ত ধারনা দূর হবে।



১০। কারো অন্যায় কে কখনও প্রশ্রয় দেবেন না। সর্বদা সত্য বলুন। পারলে কাউকে সাহায্য করুন না পারলে কারো পেছনে লাগার দরকার নেই। মনে রাখবেন মালিক ছাড়া সবাই চাকুরীজীবী। অফিস শুধু কাজের জন্য। কারও জন্য গর্ত খুঁড়লে একদিন নিজেই সেই গর্তে.........



১১। অফিসে সুন্দরী মেয়ে কলিগ থেকে সাবধান। কাজের প্রয়োজনে মিশুন। সেফ থাকুন। নতুন নতুন কাজ শিখুন। যোগ্যতা অর্জন করুন। ভালো কাজের পুরস্কার অবশ্যই আছে। অবিবাহিত থাকলে সুন্দর দেখে বিয়ে করুন। বাসায় বউকে সময় দেন।



১২। অপ্রয়োজনীয় কথা বার্তা থেকে দূরে থাকুন। কার মনে আপনাকে নিয়ে কি আছে আপনি জানেন না (জানার দরকার ও নেই)। আপনার কথার জের ধরে অনেক সময় বিপ্লব ঘটতে পারে অফিসে।



১৩। আপনি যদি ঊর্ধ্বতন কোন পদে থাকেন আপনার অধিনস্ত সবার খোঁজ খবর রাখুন। এতে পারস্পারিক সম্পর্ক বাড়বে এবং তারাও আপনাকে আপন করে নিবে। বিপদে পড়লে সমস্যা সমাধানে এগিয়ে আসবে।



১৪। অফিসকে অনেকে বাপ দাদার সম্পত্তি মনে করে। এই রকম না করে সবার মত চিন্তা করুন। এটা কাজের ক্ষেত্র। রনক্ষেত্র না। কারন এক মাঘে শীত যায় না। সেয়ানেরও বাপ আছে ধারে কাছে। চুপে চাপে খেলে দিবে একদিন।



১৫। সবসময় মাথা ঠাণ্ডা রাখুন। নিজের কাজগুলোকে নিজের মত করে গুছিয়ে রাখুন। যাতে চাওয়া মাত্র পাওয়া যায়। ভালো চিন্তা করুন। সবাই ভালো চিন্তা করলে কোন ঝামেলাই নাই।



অফিসে ভালো থাকুন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২

এনিগমা বলেছেন: :-B excilent.

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

েকএসআর বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০১

গোবর গণেশ বলেছেন: thanks

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

েকএসআর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.