নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাদ্য প্রকৌশলী

ইমরান৯২

আমি একজন খাদ্য প্রকৌশলী । নিরাপদ খাদ্য হোক সকলের জন্য।

ইমরান৯২ › বিস্তারিত পোস্টঃ

॥॥ মনের অব্যাক্ত কথাগুলো ॥॥

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:২২

কেমন আছিস?
জানি মোটামুটি। এর বেশি ভালো থাকা তোর পক্ষে সম্ভব নয়।
আর আমি? খুবই অসুস্থ।
তোকে জানিয়েছিলাম। তুই তো আর খোঁজ নিলি না। কয়েক দিন আগে বাড়িতে গিয়েছিলাম। তুই তো জানিস, বাড়িতে গেলে তোকে একটু বেশি মিস করি। ফোন দিলাম, ধরলি না পরেও ফোন দিলি না। ভীষণ খারাপ লাগে , তুই তো এমন ছিলি না, কেমনে এমন হইলি? তোকে কত ফোন দিতাম, তুইও দিতি।
আর এখন? ভাবতেই পারি না, কীভাবে সম্ভব?
দশটা না, পাঁচটা না একটা মাত্র বন্ধু আমার! তুই যদি এমন করিস, কেমন লাগে? কয়েকটা দিন যে কীভাবে কাটছে, বলে বোঝানো যাবে না। কত কথা জমা আছে রে। তোর সঙ্গেই আমি সবকিছু শেয়ার করি। আমার আগের বন্ধুকে ফেরত চাইছিলাম। কই, দিলি না তো? আমার বাচনভঙ্গি মনে হয় ভালো না, এ জন্য কথা বলতে ইচ্ছে করে না। ঠিক আছে, আর বিরক্ত করব না ভালো থাকিস। আমাকে মাফ করে দিস। তোর অবহেলাগুলো দিন দিন অসহনীয় হয়ে উঠছে, ঘৃণায় পরিণত হচ্ছে।
জীবনে প্রথম প্রেমে পড়া তোমার সঙ্গে। সেই থেকে তুমি আমার জুলিয়েট। চেয়েছিলাম রানীহীন রাজা হয়ে থাকব কিন্তু হতে দিলে না। কখন যে মনে জায়গা করে নিলে, বুঝতেও দিলে না। ভালোবাসার ভাগ নিয়ে বসলে আমার আপনজন হয়ে। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে নতুন রঙে ধরা দেয়। তোমার মনে আছে? তোমার সঙ্গে যেদিন প্রথম হেঁটেছিলাম। আমি যত দিন বেঁচে আছি, ভুলতে পারব না। জানো, তোমার ফোনকলটার অপেক্ষায় সারা দিন হাতে ফোন রাখি? শুধু মনে হয়, এই বুঝি তোমার ফোন এল! তোমার কণ্ঠ কানে এলে তবেই যেন সব ঠিক। অনেক কিছু বলতে ইচ্ছে করে তোমায়, কিন্তু কিচ্ছু বলতে পারি না। প্রথম প্রেমের অনুভূতিগুলো বুঝি এমনই হয়। তোমায় বড় বেশি ভালোবেসে ফেলেছি বলেই হয়তো কোনো দিন ভুলতে পারব না। তাই মনে হয় তুমি আমায় ছেড়ে চলে যাবে, সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তোমাকে আমার কাছ থেকে কোনো দিন যেতে দেব না। তোমাকে হারানোর ভয়টা আমার সব সময়ই ছিল। তাই এখনো বলছি, তুমি পারবে আমি জানি...হেরে যেয়ো না। তোমায় সারা জীবন উৎসর্গ করে ভালোবাসতে চাই, শুধু একটি সুযোগ করে দাও। একটি.........

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩২

বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল।
+++

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

ইমরান৯২ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

প্রীতম বলেছেন: যে চলে যেতে চায় নিজের ইচ্ছেয় তাকে ধরে রাখার কোন মানে নাই। তার পথে তাকে যেতে দিন। হয়তো কখনো পথ ঘুরে আপনার পথে চলে আসতে পারে। জিবনটা নষ্ট করের আগে ভেবে দেখা দরকার ফলাফলটা। ধন্যবাদ। ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.