![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের মানুষের মুখের কথা
কোরিয়া-আমেরিকার পারমাণবিক বোমার চেয়েও শতাধিক ভয়ঙ্কর ও বিষাক্ত ।
আমেরিকা-কোরিয়া নিয়ে উক্তি-
- শালা আমেরিকাকে ভরে দিচ্ছে না কেন ।
- আমেরিকা ধ্বংস হলে মুসলিম রা বাঁচবে
- কিম জং এর পাখনা গজাইছে পিপড়ার মত
- মালুর বাচ্চারা এবার মজা বুঝবে
- টিরাম্পের দিন শেষ মাম্মা
- আমি তৃতীয় বিশ্বযুদ্ধ করে শহিদ হবো পোলা মাইয়া তাও শান্তিতে থাকতে পারবে ।
- মামা আমিও বিশ্বযুদ্ধ করে গাজি হবো আর দেশে আইসা মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠাবো
To Be Continue..............
তেমনি আজ ঘরের মেঝে ঘেমে যাচ্ছে বলে
অনেকের উক্তি-
- ভাই আজ মনে হয় পৃথিবী শেষ....
- ভুমিকম্প হবে তার লক্ষণ....
- আগ্নেয়গিরির লক্ষণ.....
- সাইক্লোন হবে তার লক্ষণ.....
- আমেরিকা বোমা মারছে কোরিয়ায় তার জন্য...
- বিশ্বযুদ্ধ শুরু হয়্যা গেছেরে মামা
- মাম্মা ঘটনা সত্য আমার বাথরুমে পানি ছিলো না এসে দেখি বদনা বোঝাই পানি
To Be Continue..............
বাঙ্গালী লোকজন হুজুগে বিশ্বাসী
আমি নিজেও (কিছু ক্ষেত্রে) ।
সঠিক তথ্য পাই বা না পাই মন্তব্য করতে একটুও দেরি করি না ।।
পোষ্ট ইডিটের পর
>
আবহাওয়াবিদ বজলুর রশীদ কালের কণ্ঠকে বলেন, হুট করে তাপমাত্র বেড়ে যাওয়ায় ঘরের মেঝে ঘামছে। এতে আতঙ্কিত হবার কিছু নেই। মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি এই মুহূর্তে ৩৪ ডিগ্রি। বেলা বাড়ার সাথে সাথে হুট করে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মেঝে ঘামছে। তাপমাত্রা আকস্মিক তারতম্যের কারণে টা হতে পারে।
বজলুর রশীদ আরো বলেন, কয়েকদিন থেকে বৃষ্টির ফলে তাপমাত্রা নীচে নেমা গিয়েছিল। এখন বাড়ছে। শীতের দিন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ভেতরেও ঘেমে যায়। এর কারণ তাপমাত্রার তাপমাত্রা।
©somewhere in net ltd.