![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন প্রতিদিন যায় হারিয়ে জীবন খুঁজতে গিয়ে, ফিরে পাওয়া যায়না তা আর নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে।
আমি বলছিনা আমাকে এ্যাড
পাঠাতেই হবে,
আমি চাই কেউ একজন আমার
রিকুয়েস্ট একসেপ্ট করুক। শুধু
ব্লক থেকে বাঁচার জন্য।
রিকুয়েস্ট
পাঠাতে পাঠাতে আমি এখন
ব্লক্ড।
আমি বলছিনা লাইক দিতেই
হবে,
আমি চাই সবাই আমার
স্ট্যাটাস পড়ুক। স্ট্যাটাস
পড়ে কাউকে কমেন্ট
করতে বলছিনা।
আমি জানি, আমার চেয়েও
ভাল ভাল পোস্ট অনেকেই
করে।
আমি চাই কেউ একজন বলোক
তোমার স্ট্যাটাসটা খুব সুন্দর
হয়েছে।
আমি বলছিনা কেউ
আমাকে হাই বলোক,
আমি শুধু চাই ওপাশ
থেকে আমার হ্যালো'র উত্তর
আসুক।
এত এত মেসেজ আমি একাই
পাঠাতে পারি।
আমি বলছিনা আমার
সাথে চ্যাট করতেই হবে।
আমি চাই কেউ একজন ফেইসবুক
এ আমাকে সময় দিক।
রিলেশনশীপ কারোর
সাথে না হোক।
কেউ অন্তত জিজ্ঞাস করুক
তোমার রিলেশনশীপ
স্টাটাস সিঙ্গেল কেন?
২| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
এক অন্ধ কবি বলেছেন: ডাক্তার দেখালে কি হবে?
৩| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
বাবুনগরী বইলছি বলেছেন: শোয়ামি ইষতিরি ব্যাতীত সব ড়িলেষান ইসলামে হারাম। বেশরিয়তি ফোস্ট দিছেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৪৪
মোঃ আলমগীর হোসেন নাহিদ বলেছেন: লুল , তাইলে আপোনি ডাকটার ডেখান।