নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমরান নিউ

ফিরে আসার চেস্টা/

ইমরান নিউ › বিস্তারিত পোস্টঃ

বিছানায় ছেলেরা মেয়ে সঙ্গীর সঙ্গে যেসব ভুল করে থাকে !(দুঃখিত এটা আমার দেয়া টাইটেল নয় )

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

অনেকেই হয়তো সামুতে আমার এই লেখায় রিপোর্ট করবেন।আগাগোড়া না পড়েই ।ইতি পূর্বে এমন অভিজ্ঞতা আছে আমার। টাইটেল পড়েই অনেকে আমাকে রিপোর্ট করেছেন। এবারো যদি করেন আপত্তি নাই।

একজন পাঠক হিসেবে এমন টাইটেল নিয়ে কিছু কথা বলার উপযুক্ত সময় এখন। তার আগে আমাদের দেখা উচিত ছিলো-

মিডিয়া ফর পাবলিক নট অনলি ফর পাবলিসিটি। হাজার টাকায় একটা ডোমেইন আর হাজার টাকায় হোস্টিং কিনে আরেক জনপ্রিয় সাইট থেকে কপি পেস্ট দিলেই কি সেটা মিডিয়া হয়ে যায় ! দুর্ভাগ্য এদেশে মিডিয়ায় নাম লিখিয়েছে এমন অনেক অনলাইন। যাদের মিনিমান কোন নিউজ সেন্স নাই। এদের কাজ আরেকজনকে হেনস্তা করা, বিজ্ঞাপন না পেলে নানা অপপ্রচারে জড়িয়ে ফেলা। যাক সে কথা আরেকদিন বলা যাবে।

ইন্টারনেটের কল্যানে, এখন ছোট বড় সবাই কম বেশী অনলাইন নিউজ পোর্টাল পড়তে পারছেন।

আপনারা জানেন – সন্ধিক্ষণে পা রাখা ছেলে মেয়েরা কোন বই পুস্তকে, পত্রিকায় নগ্ন কিছু পেলে সেটা লুকিয়ে হয়তো চোখ বুলায়। কারন অন্যরা যেন খারাপ না ভাবে, ছোটরা যেন এসব দেখে বখে না যায়।

কিন্তু এমন একটা সময়ে আমরা বাস করছি-লুকোচুরির কিছু নাই। যে কেউ এক ক্লিকেই পেয়ে যাচ্ছে ওয়েব সাইটের নানান রকমের কন্টেন্ট। সেদিন এক অনলাইন নিউজ পোর্টাল দেখছিলাম। চমকে উঠলাম শিরোনাম দেখে - বিছানায় ছেলেরা মেয়ে সঙ্গীর সঙ্গে যেসব ভুল করে থাকে !

কি জঘন্য শিরোনাম রে বাপ। জানার অধিকার সবার। শেখানোর দায়িত্ব সবার। কিন্তু কাদেরকে কি শেখাচ্ছি, কোন সময়ের কি শিক্ষা দিচ্ছি সেটার নুন্যতম সেন্স মনে হয় মিডিয়া নাম ধারী এসব পোর্টালগুলির মাথায় রাখ উচিত।

প্রথমত যদি ছেলে না লিখে স্বামী আর স্ত্রী লিখতো তাহলে মানতে পারতাম।

তা না লিখে লিখেছে- ছেলে মেয়ে। যেন অবৈধ সহবাসকে বৈধতা তারা প্রথমেই দিয়ে দিলো ।

দ্বিতীয়ত এমন লাইফস্টাইলের খবর প্রচার করতে যেয়ে যদি অনলাইনের ৭০% জায়গাই এসব আবেদনময়ি শব্দ জুড়ে দেয় তাহলে সেটা কি আর চটি বই না হয়ে অনলাইন থাকে !

যে সেই আজকাল সম্পাদক সেজে বসছে। পাঠক টানতে যা ইচ্ছা তাই লিখছে। এসব কিসের ভিত্তিতে লিখছে, কতটুকো পরীক্ষামূলক, গবেষণা মূলক তার কোন ইয়ত্তা নেই। পায়ের নখ থেকে শুরু করে এরা লিখছে- গোপনাঙ্গ নিয়েও। যা সবার সামনে খুলে পড়া কারো পক্ষে সম্ভব নয়। তাদের যদি এতই হাকিমি কবিরাজি করতে ইচ্ছা জাগে তাহলে নিউজপোর্টাল না রেখে – চটি পোর্টাল বানাক না কেন... দাওয়া খানা বানাক না কেন।

ধিক তাদের যারা অশ্লীলতা দিয়ে পাঠক টেনে উপরে উঠতে চায়- তারা হয়তো জানেইনা- ঝড় থেমে গেলে সব নিরব হয়- তাদের অস্তিত্বও উধাও হয়ে যাবে...।





মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

এনামুল রেজা বলেছেন: এসব তারা করে শুধুমাত্র ট্রাফিক বাড়ানোর জন্য। এবং মানুষ যাচ্ছে.. মানসিকতার উন্নতি না হলে যেখানে সেখানেই মানুষ মলত্যাগ করবে।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

ইমরান নিউ বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

ইয়াশফিশামসইকবাল বলেছেন: নিওজ টার লিনক দেনতো :-B

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো লিখেছেন।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!+++

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে সেই আজকাল সম্পাদক সেজে বসছে। পাঠক টানতে যা ইচ্ছা তাই লিখছে। এসব কিসের ভিত্তিতে লিখছে, কতটুকো পরীক্ষামূলক, গবেষণা মূলক তার কোন ইয়ত্তা নেই। পায়ের নখ থেকে শুরু করে এরা লিখছে- গোপনাঙ্গ নিয়েও। যা সবার সামনে খুলে পড়া কারো পক্ষে সম্ভব নয়। তাদের যদি এতই হাকিমি কবিরাজি করতে ইচ্ছা জাগে তাহলে নিউজপোর্টাল না রেখে – চটি পোর্টাল বানাক না কেন... দাওয়া খানা বানাক না কেন।
ধিক তাদের যারা অশ্লীলতা দিয়ে পাঠক টেনে উপরে উঠতে চায়- তারা হয়তো জানেইনা- ঝড় থেমে গেলে সব নিরব হয়- তাদের অস্তিত্বও উধাও হয়ে যাবে.

শতভাগ সহমত।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

ভাঙ্গা হৃদয় বলেছেন: আজকাল পিপড়াও সম্পাদক হতে পারে। আপচুচ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১০

প্রেতরাজ বলেছেন: তারা এইসব করে পাঠক আকর্ষন করার চেষ্টা করে।।।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

সিরাজুস সালেকিন বলেছেন: কেউ ভুল করে, কেউ ভুলে পড়ে আপনার হয়েছে কোনটা!!!!
:!> :!> :!> :!> :!> :!>

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২

ইমরান নিউ বলেছেন: জেনেশুনে.। :)

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ লিখেছেন।


নিশ্চযই আজ আপনাকে কেউ রিপোর্ট করছে না।:)

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০

আনু মোল্লাহ বলেছেন: চমৎকার বলেছেন। সহমত পোষণ করি। চতুর্থ লাইক দিলাম :)

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

সাদরিল বলেছেন: সময়োচিত একটি পোস্ট

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

দ্যা লায়ন বলেছেন: সে একি কাজতো আপনিও করলেন, তারা পেশাদার কিন্তু আপনি অপেশাদার হয়েও সেই একি চালাকি করলেন, কিঞ্চিৎ চটি শিরোনাম দিয়ে পাঠক টানলেন, আপনি যদি শিরোনাম এমন দিতেন যে মিডিয়ার ভুল তাহলে এই লেখা ৫৩৭ বার দেখা হতোনা।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১

সায়েম মুন বলেছেন: ফেসবুকেই অসংখ্য লিংক আসে চোখ ধাধালো শিরোনাম সমেত। ভিতরে ঢুকে দেখা যায় আমরা কাঠের ঢেঁকি। ভাল লেখার জন্য ধন্যবাদ।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

বরকত উল্লাহ্ বলেছেন: ঠিকি বলেছেন ভাই

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভালো লিখছেন ভাই।

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১

সাঁড়াশী বলেছেন: কেয়ামত আগেয়া!

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

হঠাৎ ধুমকেতু বলেছেন: খুব সময়োপযোগী একটা বিষয় নিয়ে লিখেছেন। লেখার স্টাইল ও চমৎকার। আমি নিজেও খুব বিরক্ত এসব জিনিষ নিয়ে। নূন্যতন কাণ্ডজ্ঞানহীন এসব কাজকর্ম যারা করছেন তাদের পয়সা কামানো বা পরিচিতি পাওয়া ছাড়া আর কোন উদ্যেশ্য আছে বলে মনে হয় না।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

চাদের জোসনা বলেছেন: মটর সাইকেলের নাম্বারহীন প্লেটে লেখা থাকে, প্রেস/সাংবাদিক। তার মানে ওরা এই চটির কারিগর। পাইলেই ধোলাই।

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব সময়োপযোগী একটা বিষয় নিয়ে লিখেছেন।
আজ আপনাকে কেউ রিপোর্ট করবেনা বলে আমার
বিশ্বাস। ধন্যবাদ আপনাকে।

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন.....!!

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

আমিনেই বলেছেন: সুন্দর লিখেছেন। ইন্টারনেট এখন রীতিমত একটি ভাগাড়ে পরিণত হয়েছে। সুস্থ-অসুস্থ, ভাল-খারাপ, রুচিশীল-বিকৃত-রুচি ইত্যাদির ভেদাভেদের সীমারেখাটি ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় এই জঞ্জাল থেকে চিরমুক্তি নিয়ে নেই - একটি শান্তিপূর্ণ, বিশুদ্ধ 'এনালগ' জীবন যাপন করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.