![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজশাহীর মেয়েরা লুজ হয় ! লুজ মানে কি ? চরিত্র খারাপ । বিয়ের জন্য কোন জেলার মেয়ে ভালো এমন একটি রিপোর্ট পড়লাম কয়েকলাখ লাইকের মালিক এক অনলাইনের। খবরটি পড়ে আর স্থির থাকতে পারিনি। এটাও খবর হতে পারে ! এ ধরণের পক্ষপাতমূলক, কুরুচিপূর্ণ লেখা রিপোর্টের বিষয় হতে পারে! সামুর অনেক পাঠক আমার উপর হয়তো বিরক্ত। সবসময় আমি কেন এসব অনলাইনের বিপক্ষে লিখছি ।
দুঃখিত। নিজের মতামত, সহজ ভাষায় নিজের রাগ দমনের জায়গা হিসেবে এখানে এসেছি। শেয়ার করতে এসেছি নিজে যা দেখি, শিখতে এসেছি নিজে যা জানিনা, দেখিনি।
জেলা ভিত্তিক মানুষ খারাপ ভালো হয় এটা আর যাইহোক কোন বিবেকবান মানুষ হয়তো ভাবেননা। ভাবেন না কোন শিক্ষিতজনেরাও।
আবারো বলি সমাজ, দেশের ভালো করতে পারে মিডিয়া। মিডিয়া ইজ ফর পাবলিক, ইজ ফর পাবলিসিটী, ইজ ফর এওয়ারনেস। মিডিয়া কিছু বললে সেটাকেই আমরা সঠিক বলে ধরে নেই। যদিও এসব অনলাইনকে আমি মিডিয়ার অংশ বলতে নারাজ।
রাজশাহীতে আমাদের অনেকের বাস। অনেকের নারী পোঁতা। আমাদের মা বোনেরা কি তাহলে লুজ প্রকৃতির ! পদ্মার বাতাসে, জলে বেড়ে উঠা সহজ সরল মেয়েটি কি তাহলে লুজ হয়ে বেড়ে উঠছে ! আসলে কি বুঝাতে চায় এসব অনলাইন। এসব অনলাইন আবার শ্লোগান দেয়- তারাই নাকি ব্রেকিং নিউজ আগে দেয়। এটা ঠিক কোন ধরণের ব্রেকিং নিউজ। নাকি এইসব রিপোর্টারদের মত হিরোইঞ্চি দের কাছে নিউজ !
মানুষ ভালো হতে পারে। খারাপ হতে পারে। সেটা হতে পারে ছেলে , হতে পারে মেয়ে। কিন্তু ঢালাও ভাবে এভাবে বলাটা কতটুকো যুক্তিযুক্ত।
ইন্টারনেটের সুবাদে। এখন কেউ আমরা প্রাইভেট না। যা লিখবো সেসব ছড়িয়ে যাবে দেশ হতে দেশান্তরে। তাদের এহেন ফিচারের দরুন। অনেকেই ধারণা পেয়ে গেলো রাজশাহীর মেয়েরা লুজ। আসলে চুন খেয়ে মুখ পুড়িয়ে এসব অনলাইনগুলো এখন সার্টিফিকেট দেয়া শুরু করেছে। নিজের দুর্বলতা , অপারগতা ঢাকতে যা ইচ্ছা তাই লিখছে। এরা লাইক পাওয়ার পাগল। এরা ক্লিক পাওয়ার পাগল। এরা গুন চায়না, মান চায়না। এরা শুধু ক্লিক চায়। গাঁজা খোরের কাছে গাঁজা প্রধান খাদ্য। এদের খাদ্য ক্লিক। ক্লিক পাওয়ার সহজ রাস্তা চটি লেখা। এরা এমনতাই শুরু করেছে।
অনেক জেলার মেয়েদেরকে এরা সার্টিফিকেট দিয়েছে কুটনা(বরিশাল) হিসেবে। কোন জেলার মেয়েদেরকে বলেছে – ঝগড়ুটে।
খারাপ দিক আমাদের নিজেদের মধ্যেই রাখা ভালো। সেটা ঢাক ঢোল পিটিয়ে বারোয়ারী সার্টিফিকেট দেয়া নিউজ প্রচারের কোন নীতিমালায় আমার জানা নেই।
তবুও সেটা যদি হয় আমাদের মা বোনদের নিয়ে। ... সামনে এমন দিন আসবে- আমাদের ছেলে মেয়েরা ইন্টারনেট ঘেটে আর লুকিয়ে ব্লু ফিল্ম দেখবেনা। তাদের কাছে এসব হাল আমলের অনলাইনই হবে ব্লু ফিল্ম এর চেয়ে বেশী আকর্ষণীয়।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১
সিরাজুস সালেকিন বলেছেন: আমার জানামতে রাজশাহীর জামাইগুলোও লুজ হয়...
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬
মিশু মিলন বলেছেন: ভাল মন্দ পৃথিবীর সকল ভূ-খন্ডে কমবেশি আছে। নির্দিষ্ট একটা জায়গার সকল মানুষ খারাপ হতে পারে না। এমনটা যারা ভাবেন সেটা তাদের মনের দৈন্যতা।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
কি সব বাজে কথা লিখেন! মেয়েদের বিপক্ষে কেন লিখছেন?