নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছন্নছাড়ার আবোল-তাবোল

ইমরান নিলয়

পকেটে কিছু খুচরো স্বপ্ন নিয়ে নিজেকে জানার চেষ্টায় আছি। মাঝে মাঝে শব্দ দিয়ে দাগাদাগি করি। অসামাজিক।

ইমরান নিলয় › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ তর্কে বহুদূর?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩

নিজেকে চোর চোর মনে হচ্ছে আসিফের। অথচ সে কিছুই করেনি। কিছু করার মত অবস্থাতেও নেই। কারন তাকে এখন টারজানের ভূমিকায় অভিনয় করতে হচ্ছে। টারজান যেমন জঙ্গলে গাছের লম্বা লম্বা লতায় ঝুলে থাকে, আসিফও তেমনি লোকাল বাসে একহাতে ওপরের স্ট্যান্ড ধরে ঝুলে আছে। আক্ষরিক অর্থেই ঝুলে আছে। কারন তার পা ঠিক মেঝেতে নেই, কিসের উপর তাও পরিস্কার না। বাসে ভীষন ভীড়। তার উপরে আবার ভ্যাপসা গরম, ঘামের তীব্র কটু গন্ধ। সামনে-পেছনে-ডানে-বামে কোনদিকেই একচুল ফাঁকা জায়গা নেই। আসিফ নিশ্চিত এই ভীড়ের মধ্যে ওপর থেকে সুঁই ছেড়ে দিলে তা মেঝেতে পড়বে না, কোথাও না কোথাও ঠিকই আটকে যাবে।



ঢাকা শহরে অসংখ্য রুটে নাম জানা-অজানা-লোকাল-নামে সিটিং-কাজেও সিটিং-বাইরে টিকেট-ভেতরে টিকেট এমনি কতশত বাসের ছোটাছুটি। একেকটা বাস যেন একেকটা চলন্ত থিয়েটার। কতরকম নাটক যে এইসব বাসে বাসস্থ হয়- কে হিসাব রাখে? সিটের জন্য কাড়াকাড়ি, ভাংতি নিয়ে মারামারি, মহিলা সিটে বসা পুরুষদের ঝাড়াঝাড়ি। দাঁড়িয়ে থাকা তরুনীকে সিট ছেড়ে দেয়া যুবক, দাঁড়িয়ে থাকা মেয়েদের দিকে কিছু অন্যমনষ্ক মানুষের কাছিয়ে আসা, হাজার যুদ্ধবিগ্রহ উপেক্ষা করে পেছনের দিকের সিটে বসা প্রেমিক যুগলের গুটুরগুটুর প্রেম। এত এত নাটক- একেবারে বিনামূল্যে। শুধু চোখ-কান একটু খোলা রাখা চাই।



টাকমাথার ভদ্রলোকটি আবারো আসিফের দিকে তাকালেন। এবং আসিফ আবারো ‘চোর চোর’ বোধ করল। ভদ্রলোকের নাকের নিচে বাটারফ্লাই গোঁফ। আসিফ ভেবেছিল এই গোঁফে হিটলার আর চার্লি চ্যাপলিন ছাড়া আর কাউকে মানায় না। এখন দেখছে তার অনুমান ভুল। এই ভদ্রলোককেও বেশ মানিয়ে গেছে। তার চেহারাতেও একটা হিটলার হিটলার ভাব আছে। ভদ্রলোক পেছনের মানিব্যাগের পকেটে হাত বোলালেন। যেন দেখলেন মানিব্যাগটা ঠিকমতো আছে কিনা। হিটলার ভদ্রলোক আসিফের ঠিক সামনেই ঝুলছেন। একহাতে ব্যাগ। অফিসফেরত চাকুরীজীবি হয়ত।



ঘটনাটা হল এই যে- একহাতে ঝুলতে ঝুলতে হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল আসিফের। টনটন করছিল হাতটা। এইভাবে কতক্ষন ঝোলা যায়। সেওতো মানুষ, এটাতো তার বাঁদুড়জন্ম না। তাই হাত বদল করে স্ট্যান্ড ধরার সময় হয়ত একটা হাত লেগে গিয়েছিল ভদ্রলোকের পেছনে, ঠিক যেখানে তার সবুজ আর মোটা মানিব্যাগটি উঁকি দিচ্ছিল। গুপ্তধনে অযাচিত স্পর্শ পেয়ে প্রায় সাথে সাথেই হিটলার স্পর্শকাতর হয়ে ওঠেন। আর সম্ভাব্য পকেটমারের চেহারা দেখতে তার মোটা এবং ভাঁজযুক্ত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। আর আসিফতো তাকিয়েই ছিল। ফলাফল- হাতেচোখে ধরা। ভদ্রলোক চোখের তপ্ত দৃষ্টি হেনে বুঝিয়ে দিলেন, ‘আমার সাথে এসব চলবে না বাপু। তোমার দিকে আমার নজর থাকল।‘ এরপর থেকেই আসিফের নিজেকে চোর চোর মনে হচ্ছে। সে ভীড়ের মাঝে এদিক সেদিক সরে যাবার চেষ্টা করে। পারে না। চারদিকে সব জীবন্ত স্ট্যাচু।



আসিফ নামবে শুক্রাবাদ। ছোটচাচার বাসায় যাবে। উদ্দেশ্য- বাবার কিছু কাগজপত্র দিয়ে আসা। নিতান্তই তুচ্ছ কাজ। তবে গৃহপালিত বেকারদের জন্য কোন কাজই তুচ্ছ না। সব কাজই গুরুত্বপূর্ন। ছোটচাচার বাসায় যাবার অনেকরকম যন্ত্রনা আছে। সবচে বড়টা হল- ছোটচাচীর বানানো চা নামক বস্তুটা পান করা। সেই চায়ের কথা মনে পড়তেই তার চোখ-মুখ আপনা আপনি কুঁচকে ওঠে। এই চা না খেলে কেউ আসলে বুঝতে পারবে না যে চা জিনিসটা এতটা বিস্বাদ হতে পারে। কতকটা কুসুম কুসুম গরম পানি যার ফোঁটায় ফোঁটায় চিনির রাজত্ব- ঘন সিরাপ জাতীয় আঁঠালো পদার্থ। চিনির সিরাপ হলেও জিনিসটার স্বাদ তিতা। চিনি দিয়ে ছোটচাচী কিভাবে একে তিতা করেন তা এক রহস্য। এই রহস্যটা জানতে খুব ইচ্ছে করে আসিফের।



ভদ্রলোক আবার আসিফের দিকে তাকালেন। তার দৃষ্টিতে স্পষ্ট ঘৃনা। এই ঘৃনার উৎস কি কে জানে। ভালো যন্ত্রনায় পড়া গেল। আসিফ মনে মনে ভাবে। এদেশের মানুষের হচ্ছেটা কি? সবার বিশ্বাসের লেভেলটা দিনকে দিন নিচে নামছে। সবাই সন্দেহবাতিক হয়ে যাচ্ছে কেন। কারো দিকে তাকিয়ে হাসবেন? ভাববে নিশ্চয়ই কোন বদমতলব আছে। বাসে বসে কোথাও যাচ্ছেন? পাশের জন কিছুক্ষন পর পর পকেটে হাত দিয়ে দেখে নেবে মোবাইলটা ঠিকঠাক আছেতো? জাতি হিসেবে আমরা কি দিন দিন নিচু মনের হয়ে যাচ্ছি? জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে কি জাতির মনের ক্ষেত্রফলটাও কমে যাচ্ছে? হাবিজাবি ভাবতে ভাবতে আসিফ গেটের দিকে এগুতে চায়। সামনেই শুক্রাবাদ। নামতে হবে।



বাস থেকে নেমে আসিফের মনে হল চার বছরের সশ্রম কারাদন্ডের মেয়াদ শেষে সে মাত্র জেলখানা থেকে বের হয়েছে। বুক ভরে শহরের সীসা মেশানো বাতাসে ফুসফুস ভর্তি করতে করতে পকেটে হাত চলে যায় আসিফের। সবুজ স্বাস্থবান মানিব্যাগটা বের করে আনল। ভেতরের মশলা কেমন আছে কে জানে। টাকমাথা হিটলারের মুখটা মনে আসতেই মুখটা হাসি হাসি হয়ে যায় তার। আসিফ ঠোঁট গোল করে শিস দেয়ার ব্যর্থ চেষ্টা করতে করতে সামনে এগুতে থাকে। হাসি এবং শিস একসাথে যায় না।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল দৃশ্য বর্ণনা ৷

শুধু ৬নং প্যারায় প্রথম লাইনে আসিফ অদিত হয়ে গিয়েছে ৷ দেখেবেন ৷

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ইমরান নিলয় বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: বর্ণনা খুব ভালো লাগলো ভ্রাতা । কিন্তু আসিফের যে প্রাঞ্জল চরিত্রটা শুরুতে এঁকেছেন তার সাথে সমাপ্তিটা যায় কি ?

ভালো থাকবেন :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

ইমরান নিলয় বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

ঈশ্বর নিজেই কত প্রাঞ্জল চরিত্র আঁকেন, মায়ের কোলের পবিত্রতা হিসেবে, শেষ হয় ক্রসফায়ারে।

কয়টা বাস্তব জিনিসই যায়? আপনিও ভালো থাকবেন। আমার চেয়ে বেশিই। :)

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

ডি মুন বলেছেন: হায় হায় ! আসিফ তুমি এতো খারাপ !!

গল্প ভালো লেগেছে।

ভালো থাকুন :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

ইমরান নিলয় বলেছেন: ধন্যবাদ। ;)

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

মামুন রশিদ বলেছেন: শেষটা পড়ে বোকা বনে গেলাম ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

ইমরান নিলয় বলেছেন: জীবনেই কতবার বোকা হই, গল্পতো তাও নিরীহ।

ভালো থাকবেন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

কলমের কালি শেষ বলেছেন: =p~ মজাদার গল্প । বেফক মজা পেলাম । শেষটা জোশ লেগেছে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

ইমরান নিলয় বলেছেন: আপ্নাকেও বেফুক ধন্যবাদ।

কলমের কালি আবার ভরে যাক। ভালো থাকেন।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: "ভদ্রলোক আবারো অদিতের দিকে তাকালেন।"

এখানে আসিফ এর জায়গায় অদিত হয়ে গেছে। এডিট করে নিবেন ভাই।


গল্পটা ভালো লেগেছে। গল্পের শেষটা অপ্রত্যাশিত ছিল।

শুভ কামনা রইল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০

ইমরান নিলয় বলেছেন: গল্পের নায়কের নাম চেইঞ্জ করলেতো ভালো বিপদ হয় দেখছি। কতজায়গায় লুকায়ে থাকে, কয়টারে ধরা যায়।

শেষটা দিয়েই গল্পের শুরু ছিল। একটু নাড়ানাড়ি করার ইচ্ছেটা খুব একটা বিফলে যায় নাই তাহলে।

অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮

একলা ফড়িং বলেছেন: জাতি হিসেবে আমরা কি দিন দিন নিচু মনের হয়ে যাচ্ছি?


যাচ্ছি মনে হয়, আর সেটা এই আসিফদের জন্যই!


ঈদের শুভেচ্ছা থাকলো :)

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩

ইমরান নিলয় বলেছেন: ধন্যবাদ। :)

৮| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হায় হায় শেষে এটা কি করলেন?!

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪

ইমরান নিলয় বলেছেন: হাহহহাহা। এইটাই করলাম।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: আমি ভাবসিলাম আসিফেরই পকেটমার হয়ে যাবে। ভালো লাগলো গপ্প।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৬

ইমরান নিলয় বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.