![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই এখানে যোগ দিলে এর কার্্যক্রম এগিয়ে যাবে বহুদুর। আমরা আর কোন ফেলাণী চাই না। চাই না আর কোন সীমান্ত হত্যা।
Click This Link
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
amar voice বলেছেন: ভাঈ পেজ়টা আমার, এমন তো আমি বলি নি।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
স্বাধীন বিদ্রোহী বলেছেন:
একটা পেজে লাইক দিলেই যদি সমস্যার সমাধান হয়ে যেতো তবে জাতি আজ দুজন মহান নেতাকে হারাতো না কখনও।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
amar voice বলেছেন: দুজন মহান নেতা বলতে কাদের বুঝাইলেন ভাই।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
খাটাস বলেছেন: পেজ টা আপনার না, মানে আপনি চাচ্ছেন ভারত এর সীমান্ত হত্যা কে আর ও ব্যাপক ভাবে বিসসের সামনে তুলে ধরতে নিঃসন্দেহে ভাল উদ্যোগ। কিন্তু আমি এটাই পেজেন্ট করতে বলেছি। অবিশ্বাসের যুগ, আর বাঙালি দের মাঝে পরশ্রী কাতরতার বাতিক আছে। তাই বক্তব্বের সুসঠ উপস্থাপন খুব জরুরি। একটা পেজ নিয়ে এত কথা বলার জন্য ক্ষমা প্রার্থী। অভিমত বেক্তিগত।
সমর্থন, কিন্তু আমার ফেবু আইডি নাই।
শুভ কামনা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
amar voice বলেছেন: অভিমতের জন্য ধন্যবাদ, ভাই
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
খাটাস বলেছেন: হোয়াই ইউ? আপনার পেজ কেই কেন লাইক করতে হবে? ফেসবুকে তো সব পেজেই নানা আলোচনা প্রতিবাদ চলছে। কিভাবে বুঝব আপনি নিজের পেজের জনপ্রিয়তার জন্য এই লাইক চাচ্ছেন না?
আপনার প্রতিবাদের সাথে একাত্মতা দেখাতে আমার সমস্যা নেই ভাই, কারন এই প্রতিবাদ সারা বাঙ্গালির।
কিন্তু সবার উদ্দেশ্য ও এক হয় না, অনেকে প্রতিবাদ বেচেই জনপ্রিয় হয়। আপনার নিজে কে আরও ভালভাবে প্রেজেন্ট করা দরকার ছিল।
যুক্তি বান রা কষ্ট পায় না। আপনার আগের পোস্টে দেখেছি আপনি যুক্তি বান।
শুভ কামনা।