![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কথায় অলসের হাড্ডি, টাইমের কোন মুল্য নাই।
আমি অনেক হতাশ ছিলাম... দরজা বন্ধ করে মেঝেতে শুয়ে ভাবছিলাম... আমি কি করবো ? আমার জীবনের লক্ষ কি???
হঠাৎ খেয়াল করলাম...এর জবাব আমার ঘরের ভিতরেই আছে ।
♦মাথার উপরে ফ্যান বলছেঃ সব সময় মাথা ঠাণ্ডা রাখবে!
♦ছাদ বলছেঃ সব সময় চূড়ায় যাবার চেষ্টায় থাকবে!
♦জানালা বলছেঃ বাহিরের জগতটা কে দেখ ভাল করে!
♦ঘড়ি বলছেঃ প্রতিটা সময় অনেক মূল্যবান!
♦আয়না বলছেঃ আগে ভাবো , তার পর করো!
♦ক্যালেন্ডার বলছেঃ সবার আগে চলো!
♦দরজা বলছেঃ সর্ব শক্তি দিয়ে জীবনের লক্ষ পূরন এর চেষ্টা করো!
♦আমি উঠে দাঁড়ালাম…দরজারদিকে এগিয়ে আসছি , এমন সময় পিছন দিক থেকে মেঝে বলে উঠলোঃ- ''সব কিছুর আগে সৃষ্টিকর্তার কাছ থেকে সাহায্য চেয়ে নাও!!'
১৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৭
হোসাইনের ছেলে বলেছেন: ধন্যবাধ ভাইয়া।।।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৯
আজীব ০০৭ বলেছেন: দারুন.......+++