নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে স্বাগতম

গতকাল আর আজকের মুড এক নয় এবং আগামিকালও ভিন্নতর হবে।

হোসাইনের ছেলে

এক কথায় অলসের হাড্ডি, টাইমের কোন মুল্য নাই।

হোসাইনের ছেলে › বিস্তারিত পোস্টঃ

মেসির অবি-স্মরনীয় সাক্ষাৎকার:P

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৪



সাংবাদিক : বুকে হাত দিয়া রাখছেন কেন ?



মেসি : বসনিয়ার সাথে খেলার পর থেকে বুকে ব্যাথা বাড়ছে। ভাই, কানর নীচ দিয়া গুল্লি গেছে। আরেকটু হইলেইতো হেরে গেছিলাম। ভাগ্যিস ওরা নিজেদের জালে গোল দিছিল।



সাংবাদিক : আপনি ঐ আত্নঘাতী গোলের কথা বলছেন ?



মেসি : আত্নঘাতী বললে লজ্জা পাই, বলেন উপহার গোল।



সাংবাদিক : আপনার নিজের খেলাতো আজ ভাল হয়নি!



মেসি : আমি বল নিয়া যখনই একটু কারিশমা দেখাতে ছুটলাম তখনি বসনিয়ার প্লেয়াররা খাম্বার মতো সামনে দাড়ায় আর বল কেড়ে নেয়। আমারে একটু সুযোগ না দিলে আমি খেলব কিভাবে ?



সাংবাদিক : আপনি ঐ গোলটা দেয়ার পর জার্সি ধরে কি বলতেছিলেন ?



মেসি : বলছিলাম-সব দোষ জার্সির। আমরা যদি ব্রাজিলের মতো জার্সি পরতাম তাহলে উপহার (আত্নঘাতী) গোলের উছিলায় জিততে হতোনা।



সাংবাদিক : অনেকেই আপনাকে ম্যারাডোনার সাথে তুলনা করে, আপনি কি মনে করেন?



মেসি : বিয়ের আগে সন্তান জন্ম দেয়া ছাড়া আর কোন বিষয়ে আমাদের মিল নেই। যেমন ধরেন-আমি হাত দিয়া গোল দেই না,

আমি এখনো মাদক ধরতে পারি নাই, আমি আপনাদের মানে সাংবাদিক দেরকে বন্দুক হাতে ভয় দেখাই না।



সাংবাদিক : এবারের বিশ্বকাপ জেতার ব্যাপারে আপনি কি আশাবাদী ?



মেসি : ভাইরে, প্রতি খেলায়তো আর আত্নঘাতী গোল হবে না, আর আপনারা আমাকে নিয়ে যতই বাড়াবাড়ি করেন আমি আমার নিজেরেতো ভালই চিনি। আমি আকাশ কুসুম কল্পনা করে ঘুম নষ্ট করতে চাই না।।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

ম্যাংগো পিপল বলেছেন: ভাই, নিচের লেখাটা আমার না, ফেসবুক থেকে নেয়া, তবে একটু দেখতে পারেন । আপনার পোস্টের চেয়ে কমেন্ট বড় হয়ে গেলো ;) ;) সরি ভাই।

২০১৪ বিশ্বকাপ, এবং কিছু রামছাগলের আবির্ভাব !!!

ফুটবল বিশ্বের জনপ্রিয়তম খেলা, এবং ব্রাজিল, আর্জেন্টিনা জনপ্রিয়তম দল, বিশেষ করে বাংলাদেশে। দুই দলেরই প্রচুর ভক্ত, সমর্থক আছে । এখন কে কোন দল সাপোর্ট করবে তা তার নিজস্ব সিদ্ধান্ত । এর সাথে জড়িয়ে আছে তার পছন্দ, আবেগ এবং ভালোবাসা । কিন্তু আমরা একদল আরেক দলকে ছোট দেখানোর চেষ্টায় এতোই ব্যাস্ত যে খেলা উপভোগ না করে একজন আরেক জনের দোষ খুজে বেরাই !!

এই দোষ খুজে বেরানোটা মনে হয় আর্জেন্টিনার ম্যাচের পর অনেক বেড়ে গেছে, কিছু আবাল ব্রাজিল সমর্থক আর্জেন্টিনা এবং মেসির সমালোচনা করছে। আর্জেন্টিনা অবশ্যই খুবই সাধারন খেলেছে এবং এই খেলা খেলে বিশ্বকাপ জয় করা সম্ভব নয় । তারা যেটুকু পেরেছে খেলেছে কিন্তু ভুয়া ড্রাইভ দিয়ে বা মার খাওয়ার অভিনয় করে পেনাল্টি পাওয়ার চেস্টা করেনি, যেটা করেছে আবাল সমর্থকদের প্রিয় দল ব্রাজিল । একবার চিন্তা করেন রেফারির কি রকম সাহায্য নিয়ে তারা জিতেছে, যে ফিফা ঐ রেফারি কে আর কোন ম্যাচই পরিচালনা করতে দিচ্ছে না !!!

আর যে সকল রামছাগল মেসির সমালোচনা করছে তাদের বলছি..মেসি যে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার তা নিয়ে বিশ্বের কোথাও এমন কি ব্রাজিলেও কোন বিতর্ক নেই আর তুমি কোন চান্দু ??
আর মেসি যেই গোল দিছে তা নি:সন্দেহে এই বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা গোল । মেসির সাথে তুলনা করা যায় এমন প্লেয়ার ব্রাজিল কেন সারা দুনিয়াতে নাই । তারপরও যদি তুলনা করতে মন চায়, এভাবে করতে পারেন ( রোনালদো + পেলে + নেইমার ) = মেসি ।


তাই আসেন একে অন্যের দোষ খুজা বাদ দিয়ে যার যার পছন্দের দলের সাফল্য কামনা করি এবং বিশ্বকাপ ২০১৪ উপভোগ করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.