![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[link||http://shopnilnew.blogspot.com/] একটুকরো মেঘ আর সবুজ অবসর ঘিরেই বাস
আমাদের এই স্পর্শটুকু বড্ড ব্যস্ত সময়ের বেচে থাকা।
আর সময় পেলেই একটু অন্যরকম বেচে থাকার জন্য
শহর-যন্ত্রণা ছেড়ে ছুড়ে, ফেইসবুক-ভাইবার-ট্যাংগো
কিংবা বিষন্নতার জ্বরে একাকিত্ব ঘর ছেড়ে
চৌরাস্তার সেই পলাশ বন, সাধুর আশ্রম,
গ্রাম্যমেলা, আড়িয়াল খা থেকে কুমার নদ
অবশেষে সবুজ অবসর ছুয়ে ছুয়ে
শক্তহাতে হাত রেখে বেচে উঠা।
আমাদের এই স্পর্শটুকু গতানুগতিকতাকে
বসন্ত আকাশের একফালি রোদমাখা সময়ে
সুদীর্ঘ বাচার পরিকল্পনাকে ব্যস্ত রাখে।
আমাদের এই স্পর্শটুকু অন্যরকমভাবে বেচে তোলে
প্রতিদিনের শান্ত আর কর্তব্যের দীর্ঘ পথচলার
দীর্ঘশ্বাসের জন্ম নেয়া রাশি রাশি ভালোলাগার অবসর।
©somewhere in net ltd.