![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেরার সময় ঘনিয়ে এলো
বিরান শহরে .
ধূসর জগতের সব নিয়ম ভেংগে
জ্বলে ওঠলো বাতি ঘরে জীবনের বিষাক্ত আলো.
তখনও আকাশটা এক বিরহী কোকিলের নিয়ন্ত্রনে।
বিচ্ছেদের করুন আর্তনাদে ভারি বাতাস।
কবিতার রং ছিনিয়ে নিয়ে রংধনু তোর কপালে,
সকাল সন্ধ্যা নৃত্য করে ।
স্বপ্ন ভাংগার ধুসর জগতে
আমি হেরিগেছি তোর ছলনায়,
কবিতার পান্ডোলিপি মৃত গোলাপ
আর স্মৃতি ভরা বুকে আজও আমি রাত জাগি.
ঘুমন্ত শহরের বুকে কানামাছি খেলি
চাঁদের সাথে,
নির্জনতার ভাষায় আমার সাথে
কথা বলে জ্যোৎস্নার কন্ঠস্বর,
যেমন ইচ্ছে তেমন সাজি বড্ড পাগলের মতো।
প্রতিটি নিঃশ্বাসে জেগে ওঠে বেদনার
একঝাঁক ডুবুরি মহাকালের সমুদ্র থেকে
তুলে আনে বিষাক্ত অতীত,
ব্যথার গ্লানিটেনে স্মৃতির
সমুদ্র উত্তল হয়ে ওঠে বার বার ।
আবহাওয়ার সব সতর্ক সংকেত শেষে,
বিজয়ী সুনামি কেড়েনে রাতের ঘুম।
অথচ তোমার ফেরা হয়নি আমার
কাকের শহরে।
কথা ছিল সব পাল্টালেও
পাল্টাবেনা তোমার মানচিত্র
সব ঠিকই আছে শুধু ইতিহাস ভুলেগেছে
এক সভ্যতার বিচরণ ভূমি।
©somewhere in net ltd.