নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর মানুষগুলো সবাই খুব ভিন্ন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

পৃথিবীর মানুষগুলো সবাই খুব ভিন্ন কারো সাথে কারো খুব একটা মিল নেই___
সৃষ্টিকর্তা তার প্রতিটি সৃষ্টির মাঝে ব্যবধান রেখেছেন কেন রেখেছেন জানিনা তবে আমাদের সৃষ্টির সময় দু'জন নারী পুরুষের হ্নদয়ের মিলনে তিনি একটা স্বপ্ন ঠিকই সাজিয়েছেন__
তিনি জানেন সহজলভ্য কোন কিছুই গুরুত্ব বহন করেনা আর তাই সে স্বপ্নকে তিনি ভেঙ্গে দু'টুকরো করে আমাদের সাথে পৃথিবীর বুকে ছুড়ে ফেলেন এই ভেবে যে সাধনায় বাসনা পূরণ হোক___
আমরা জন্মে উঠি তারপর অসম্পূর্ন স্বপ্ন মনে পুরোটা মেলাতে হন্যে হয়ে ছুটি__
কারো সাথে সামান্য মিলে গেলেই ভাবি এই তো আমার স্বপ্নের অর্ধাংশ__
এই তো সেই মানুষ যার মাঝে আমার পূর্নতা__
আমরা হাত মিলাই তারপর স্বপ্নগুলো একে একে জোড়া দিতে থাকি__
আর এরই মাঝে কবে যে মায়ার শিকর ডাল পালা মেলে আমাদের অস্তিত্বে বিস্তৃতি লাভ করে টেরই পাইনা___
ঘোর লাগা স্বপ্নমোহে মিলাতে মিলাতে এক সময় মনে হয় কোথায় যেন কিছু একটা মিলছেনা__
আমাদের প্রাণ কেঁদে উঠে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় আমরা কাতরাতি থাকি এক সময় মনে হয় এ তো ভুল মানুষে স্বপ্ন খোঁজার প্রহসন__
কিন্তু ততদিনে আমরা ভুল মানুষে ভুল স্বপ্ন পূরণে বিভ্রান্ত হয়ে পরি__
আহত হ্নদয় নিয়ে হামাগুড়ি দিতে দিতে ভাবি মানুষে মানুষে কখনো কি পুরোটা মিলে মিলে না__
তাই বিভ্রান্তি রেখেও আর ফিরে যাওয়া হয়না মানুষ হয়ে জন্মানোর অপরাধে অহেতুক মায়ায় আটকা পরে যাই__
ভুল করে ভুলের সাথে সখ্যতা গড়ে আবারো নতুন ভুলের সূচনা করি__
সেই ভুলে ভুলে কেটে যায় বহু বছর তবু হুশ হয়না__
মায়া আমাদের পা জড়িয়ে থাকে আর এভাবেই দিনে দিনে একদিন আমরা বুড়িয়ে যাই তবু অসম্পূর্ণ স্বপ্ন আর পূরণ হয়না__

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.