![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা জীবন মানে কি? কোনো অধরা স্বপ্ন! এতো রঙ এতো রুপ এতো মাধুর্য,বৈভব, হাসি, তারপরও কেন মনে হয়
জীবন মানে একবুক হাহাকার,কোথায় যেন ছন্দপতন!
একধরণের রিনরিনে ব্যথা, হাসির আড়ালে কান্নারা লুকোচুরি খেলে,কেন এমন হয়! বিধাতা তো সবই দিয়েছেন।
সমাজ,সংসার,খেয়ে পরে বেঁচে থাকার শক্তি, সাহস।
এতোকিছুর পরেও মন কেন ভরে না।কেমন যেন একটা
অপ্রাপ্তির, শূণ্যতার। হায় বিধি সবই দিলে তবে কেন
শূণ্যতারা ঘিরে ঘিরে ধরে??বিধি তোমায় দিলাম বিচারের
ভার ছেড়ে,
©somewhere in net ltd.