![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূল্যহীন জীবন নিয়ে ছুঁটেছি আমি এতোকাল ___
তুমি মূল্যবান মানুষের সাথে_____
ভুলে-ই গিয়েছিলাম বারে বার কেউ যাচেনা কেউ কিনে না
দুঃখের দামেও বিক্রি হয়না অসহায় মানবের জীবন এ বিশ্বের চরাচরে__
ছুঁটে ছুঁটে ক্লান্ত আজ তোমার মূল্যবান জীবনের পিছে____
তুমি কেবল তোমাকে'ই দেখলে তোমাকে'ই বুঝলে___
এতোটা-ই ব্যর্থ আমি এতোটা সময়ের শেষে কতোটা নিরবে থাকে মানুষ কতোটা নিরবে?_____
বড্ড আফসোস আমার সরলতা আমার নিরবতা আমার স্তব্ধতা কখনো
তোমার ঘুম ভাঙ্গাতে পারেনি____
কতোদিন আমি এভাবে কতোদিন ঠকেছি তুমি'তো জানো ঢের জানো
জানা জানিরতো কোনোটাই বাকি রাখনি তুমি____
প্রখর খরা যে হৃদয় লালন করে সে হৃদয়'তো এমনিতে-ই মরুভূমি____
দেহের প্রতিটি কোষে তোমার দেওয়া ক্ষত আজো অক্ষত____
বড় যত্নে বেড়ে উঠেছে প্রতিটি আঘাতের চিহ্ন কখনো আমি চিৎকার করে কাঁদতে পারিনি____
আমার কান্নার শব্দ কারো কানে পৌঁছায়নি কত অসহায় আমার জীবন এক অসহায় মানুশের প্রাণ____
প্রতিদিন চেয়েছো তুমি কেড়ে নিতে আমার প্রতিটি নিঃশ্বাস_____
কখনো দাওনি আমাকে তুমি এক ফোটা স্বস্তির বিশ্বাস____
আমারও একটা আকাশ ছিলো আমারও একটা বাগান ছিলো
ছিলো অসাধারণ কতক স্বপ্ন______
আমার অন্ত জমিনে সবুজের চাষ হতো প্রজাপতির মেলা ছিলো____
আমার আকাশটা'তে বিচিত্র রংধনুর খেলা ছিলো_____
কখনো 'তো ছিলো না কোনো উষ্ণ বাষ্পীয় মরুভূমি_____
সবকিছু এলো মেলো সবকিছু আঁধারে হারালো____
আমার নিরবতায় প্রতিবাদ ছিলো চিৎকারে ছিলো ভালোবাসা
আমিতো বেশিকিছু চাইনি এতো সুখ এতো প্রাচুর্য___
একটু আধটু সুখ চেয়েছি কিছুটা সময় অল্প কয়েকটা দিন আমিতো কখনো করিনি দূর আশা___
অথচ আমাকে ই কাঁদতে হলো আমাকেই হারতে হলো____
তবে হ্যাঁ পথের শেষ প্রান্তে এসে কে যেনো
বার বার বলছে তোমাকেও কাঁদতে হবে কোনো একদিন____
তোমার দেওয়া প্রতিটি আঘাত একদিন কথা বলবে_____
প্রতিটি নিরবতায় বেজে উঠবে প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়____
তোমার অন্তর জুড়ে সুনামির ঢেউ উঠবে
ভেঙে যাবে সকল দাম্ভিকতা_____
অগ্নেগিরির লেলিহান শিখা তোমাকেও জ্বালাবে একদিন____
থেমে থাকবেনা আর ক্ষত বিক্ষত এই মানবের নিঃশ্বাস___
একদিন প্রতিটি নিঃশ্বাস থেকে আমার আগুন ঝরবে_____
আমি ভুলে যাবো সেদিন এ পৃথিবীতে ক্ষমা বলে কিছু ছিলো____
সেদিন তোমার দেয়া প্রতিটি আঘাত দলে দলে মিছিল করবে____
ভেঙ্গে ফেলবো সে অত্যাচারী বন্ধনের লৌহ শিকল____
প্রতিটি আঘাতের পাল্টা জবাব হবে____
এতোটা অবহেলার পরেও আমি এতোটা নিরবতায়____
বলো কত'টা দহন শেষে প্রতিবাদের ঝড় উঠে____
জিজ্ঞেস করে দেখো তাদের যাদের হৃদয় ফাটে আর্তনাদে____
কেউ ক্ষমা করবেনা তোমায়____
কোনো অভিযোগ নয় অভিমান নয় কোনো চাওয়া নয় আমার মন বলছে _
ফেরারি আসামির মতো পালাতক হবে তোমার প্রতিটি রাত____
প্রতিটি কষ্ট বিধাতাও তোমাকে একদিন ফিরিয়ে দিবে___
©somewhere in net ltd.