নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

সময় কেড়ে নেয় সব

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২




প্রতিটি জীবনকে ঘিরেই হাজারো ধ্রুপদী অস্পষ্টতা কোথাও স্বস্তি নেই__
সুখেও শান্তি নেই দুঃখেও মুক্তি নেই শত প্রাপ্তিতেও থাকে অপূর্ণতা___
কোটি মানুষের ভিড়ে মানুষের বসবাস তবু মানুষের ভেতরেই শূন্যতা___
মানুষের জীবন বয়ে চলা নদীর মতো বিরামহীন ছুটে চলেছে সে তার আপন গতিতে প্রতিটা মুহূর্ত যেন আলাদা রঙে ছোঁয়া___
সবার মাঝে মিশে থাকলেও মনে হয় একটু আলাদা একটু বিচিত্র পরিচিত
মুখগুলো ঘিরে অভিনয় করতে করতে মানুষগুলো একসময় ক্লান্ত হয়ে পড়ে সবার মাঝে থেকেও সে হারিয়ে যেতে চায়_______
মানুষগুলোকে নতুন করে চিনতে চায় সময় বা সুযোগ হয়ত কখনই
আসে না চেতনাগুলো মেঘে ঢাকা বৃষ্টির মতো গোধুলির লাল আভায় আটকে পড়ে____
এভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন মাস আর বছর যুগের পর যুগ শতাব্দী পেরিয়ে পদার্পণ করছে আরেক শতাব্দীতে_____
প্রচন্ড ঝড়ের কবলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে যে বৃক্ষটি তাকেও একসময় বিনা বাতাসে নুয়ে পড়তে হয়____
যে নক্ষত্র কোটি কোটি মাইল দূর থেকে হাসে তাকেও একসময় আঁধারে মিলিয়ে যেতে হয়____
জ্যোৎস্না বিলাসী রাত সেও অমাবস্যায় ছেঁয়ে যায়____
পৃথিবীর পথ প্রান্তরে কত প্রণয়ের গান কত বিরহ বিচ্ছেদ সব কিছু একদিন থমকে যায়____
ময়ুরের পেখম মেলা নাচ মাঝ দুপুরে বালিকার সাজ রঙচটা বিকেলের উপকন্ঠে__
নদীর কিণারায় বসে বসে গেয়ে যায় যে বালক রাখালীয়া গান তাকেও থামতে হয় থেমে যায় সব____
সময় বড় বিচিত্র সময় জানিয়ে দেয় সবার আসল পরিচয়____
সময়ের স্রোতে ভেসে ভেসে হারিয়ে যায় সবকিছু___
সময়ের বলয়ে যে মানুষ হারায় দূরে সে মানুষ কতটা বেঁচে থাকে মানুষের অন্তরে___
সময়ের পরিক্রমায় ভালোলাগা হয়ে পড়ে আপেক্ষিক ভালোবাসা হারিয়ে যায় চোরাগলিতে করার থাকেনা কিছুই সময়ে সব থেমে যায়____
এভাবে একদিন সব থমকে যাবে সবাই একাকী হয়ে যাবে____
সেদিন আর ছড়াবেনা হাসনাহেনা বেলি আর টগরের ঘ্রাণ গোলাপ__ ছড়াবেনা তার সুবাসিত সৌরভ জ্যোৎস্নার আলোয় আর আলোকিত হবে না পৃথিবীর বুক_____
সময়ের বলয়ে সবাই পরাজিত সময় হয়না কখনও কারো আপন___
তবে কেনো এতো অহমিকা কিসের এতো প্রতিযোগিতা____
কিসের এতো জয়োগান___
সময় কেড়ে নেয় সব নেই তার কোন পিছুটান____
পরিশেষে বেঁচে থাকে শুধু কিছু পোড়া স্মৃতি আর আমাদের কৃতকর্মগুলো___
অতঃপর সব হয়ে যায় বিস্মৃত ইতিহাস____

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.