![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘড়ির কাটার অস্থিরতায় সময়গুলো গড়িয়ে যায়____
হাজার প্রশ্নের যাতাকলে চাপা নিরুত্তর এ হৃদয়____
নিস্তব্ধ অন্ধকারে জানালা জুড়ে আমার দীর্ঘশ্বাস____
রাতের বুকে খুঁজি আমার হারানো আকাশ____
সত্যিই অতীতের বিরক্তিকর সময়গুলো খুব বেশি মনে পড়ে যায়___
আর তখন হয়তো এক চিলতে হাসি ফুটে নয়ত পাজর ভাঙা এক দীর্ঘশ্বাস___
©somewhere in net ltd.