![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে বিলীন করে ছুটি তোমাকে ছোঁয়ার নেশায়___
হাতের মুঠো খুলে দেখি পড়ে আছে দীর্ঘশ্বাস____
আশা-নিরাশায় চলতে থাকে ভাঙা গড়ার খেলা___
যদি আজ এই মূহুর্তে মরে যাই কেউ জানবে না___
শেষ শ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভেবেছি___
বন্ধ হবে চোখের দরজা আর কেউ খুলবে না কারো পড়া হবেনা
আমার শেষ প্রতিক্ষার নাম___
আমার শেষ কবিতার শব্দ গাঁথুনিতে ক'ফোঁটা জল ছিলো কেউ বুঝতে পারবেনা___
যদি এই মূহুর্তে মরে যাই তুমি জানবেনা হৃদপিণ্ড খামচে ধরে
আর্তনাদ বেরিয়েছে গলা চিরে___
আমার অসার নিস্তব্ধ শরীর কোন সাক্ষ্য দিবেনা__
কতটা পুড়েছে ছাই হয়েছে তোমাকে কাছে না পেয়ে___
তুমি কখনোই জানবেনা মৃত্যু পূর্ববর্তী সময়েও ভেবেছি ___
©somewhere in net ltd.