![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পৃথিবী আগুন বুকে নিয়ে তোমার দরজায় আসি মূঢ় ব্যর্থ আমি__
তুমি উপহাসের আঙুল দুলিয়ে দরজায় এঁকে রাখো অনন্ত বিষাদচিত্র___
আমি ক্রমশ নিরক্ত হতে হতে নেতিয়ে পড়ি তোমার বদ্ধ দরজায়__
একটি দরজাও কি করে যে অলীক একটি হিমালয় হয়ে ওঠে___
হিমালয়ের তুষার ঝড় পেরিয়ে তোমার কাছে যাই সেই শক্তি আমার নেই__
তুমি যদি আর করুণাময়ী না হতে পারো আমার উদ্ধার এই জন্মে এক কল্পকথামাত্র___
দূরে কার বাঁশীর সুরে তুমি আজ উদগ্রীব, উৎকর্ণ হয়ে থাকো জানি না আমি___
তোমার বদ্ধ দরজায় আমার অস্পৃশ্য শরীর এখন সুদৃশ্য কারুকাজময় চৌকাঠ___
যখন মাড়িয়ে যাবে আমাকে সকালসন্ধ্যা সেই মুহূর্তের স্পর্শটুকুর সকাতর অপেক্ষাতে এই জন্ম কেটে যাবে তার পলকবিহীন___
©somewhere in net ltd.