নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

পালিয়ে যেতে চাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭





মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে দূরে কোথাও হারিয়ে যাই___
যেখানে কষ্টেরা আমাকে শিকলবন্দী করে রাখতে পারবে না জীবনের বিষাদ যেখানে আমাকে ছুঁতে পারবেনা এতটুকু_____
না সত্যি বলছি____
পালিয়ে যেতে চাই এ তিক্ততায় বিষাক্ত হয়ে যাওয়া জীবন থেকে____
যেখানে শুধুই থাকব আমার আমি যেখানে কষ্টেরা সব রঙিন স্বপ্ন হয়ে আমার আকাশে ঘুরে বেড়াবে_____
হ্যাঁ আমি সত্যি চলে যেতে চাই আমি পা বাড়াতে চেষ্টা করি____
কিন্তু পা তো আসে না কোন এক শক্ত কঠোর জিনিষ আটকে ফেলে আমার পা গুলোকে_____
আমার পা যে শিকলবন্দী_____
নাহয় কবে চলে যেতাম হারিয়ে যেতাম নিজের সুখ সুখ কল্পনার মধ্যে__
খোলা বেঞ্চে বসে আকাশের পাণে তাকিয়ে কতো রাত পার করে দিতাম__
কখনোবা ঘন রিমঝিম বৃষ্টিতে কদমফুল মোড়ানো রাস্তায় হেঁটে যেতাম__
নিজেকে এক বন্ধনমুক্ত বৃষ্টি বিলাসী রূপে আবিষ্কার করতাম সেদিন_
না কখনো ফিরে আসতামনা পরাধীনতার শৃঙ্খলে নিজের মতো করে বাঁচতাম___
কখনোবা আনমনে তৃপ্তিভরে উচ্চারণ করতাম সেই সুমধুর তাকভীর ধ্বনি
আল্লাহু আকবার____

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.