নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি SSC পরীক্ষা দেই আমার নানীর বাড়ি থেকে। সময়টা আমাদের বিদায় এর দিন। "ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়" এর মাঠ প্রঙ্গন। আমাদের বিদায় জানানো হচ্ছে।
আহা কি আনন্দ! কি মজা! কি সুখ! এত সুখ রাখি কই? পড়া লেখা, প্রাইভেট পড়া স্কুলে যাওয়া ইত্যাদি ঝামেলা থেকে মুক্তি।
মিলাদের মিষ্টি পেয়ে খুব খুসি। স্কুল জীবন শেষ। তারপর গেলাম রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র লেমোনেটিং করতে। তারপর বাসায় গিয়ে নানা প্রকার আজগুবি চিন্তা। (এই বয়সে যেসব আজাইরা চিন্তা হয়)।
সেই বিদায় এর দিনের কথা আজও মনে পড়ে। মনে পড়ে যায় বন্ধু বান্ধবের সাথে কাটানো সোনালী সময়। তখন কি জানতাম আজ এই দিনের কথা মনে পড়বে??
©somewhere in net ltd.