নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
একদিন রফিক পাসপোর্ট এর আবেদন করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলো। ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেটা ইউনিয়ন পরিষদে অবস্থিত।
এখন পাসপোর্ট করতে গিয়ে দেখে বাপ মা এর জাতীয় পরিচয় পত্র ও চায়।
যখনই রফিক পাসপোর্ট এ মাতার জাতীয় পরিচয় পত্র এর নাম্বার বসাতে যাবে সে দেখলো সে তার মা এর নাম ভুল লিখেছে। মনে "সেফালি আক্তার" এর স্থানে সে শুধু "সেফালি" লিখেছে।
এমন ভুল মনে হয় শতকরা ৯০% মানুষ করেছে। আপনিও যদি এমন ভুল করে থাকেন তাহলে ঠিক করে নিন।