নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
১০,০০০ হাজার টাকা, পরীক্ষার খাতা, জমির দলিল, ১০ কোটি টাকার চেক।
এগুলা সবই কাগজ। শুধু এক টুকরা কাগজ। ক্ষেত্র বিশেষে এদের দাম এক এক সময়ে এক এক রকম।
যেমন পরীক্ষার হলে আপনার কাছে সব চেয়ে দামী জিনিস পরীক্ষার খাতা। ঐ নিদিষ্ট সময় এর জন্য আপনার কাছে টাকা, চেক, জমির দলিল সব মূল্যহীন।
আবার মনে করেন ১ কোটির টাকার চেকের কাছর আপনার ১০ হাজার টাকা মূল্যহীন।
আবার মনে করেন আপনি আপনার পৈতৃক সম্পত্তি থেকে ১০ কোটি টাকা তখন "সম্পত্তির দলিল" এর কাছে ১০,০০০ টাকা, এক কোটি টাকার চেক কিছুই না।
যাই হউক। এগুলা সব কাগজ। আমাদের কাছে এগুলা বেশ দামী। ইদুরের কাছে কিছুই না। ইদুর যদি সব কেটে ফেলে তাহলে এদের দাম শূন্য হয়ে যাবে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৭
নাহল তরকারি বলেছেন: সময় এর কাছে টাকাও অসহায়।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫০
জ্যাকেল বলেছেন: ভাবোনার সাগোরে ডুবে দিলেন।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: যখন যা প্রয়োজন সেটাই থাকলেই সে জিনিস অতি মূল্যবান
আপনার নাম তরকারী রাখছেন কা
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৮
জুল ভার্ন বলেছেন: ইঁদুরের কাছে টাকার মূল্য নাই বলেই-ইঁদুর স্বভব সিদ্ধ কাজ করে। মানুষের কাছে টাকার মূল্য অপরিসীম!
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি ১০ দিনে ৯টি পোস্ট করেছেন।
শেষ দুটি পোস্ট দেখেছি আমি।
আপনি অন্যদের পোস্ট গুলে দেখবেন, পড়েবেন মন্তব্য করবেন। এবং আপনার পোস্টগুলি আরএকটু অন্য রকম করে সাজাতে চেষ্টা করতে পারেন।
শুভকামনা রইলো।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩
নতুন বলেছেন: এই জন্য ব্লগে লেখা ভালো। ব্লগ অনলাইন, এটা কাগজ না।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২০
লর্ড ভ্যারিস বলেছেন: এই পোস্ট থেকে তাহলে কি বুঝলাম?