নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

শব্দের বিবর্তন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫৬

সব কিছুরই বিবর্তন হয়। শব্দের ও বিবর্তন হয়েছে। যেমনঃ
ট্রল করা--< মজা করা/ঠাট্টা করা
মিল --< খাবার
মেচ --< দিয়া শিলাই
চেয়ার --< কেদেরা
ইত্যাদি।

আমি এক অভিজাত এলাকার এক ভদ্রলোকের বাসা তে গেছিলাম। তার ২ সন্তান। বড় সন্তান সর্ম্পন্ন রুপে ইংরেজিতে কথা বলে। সেটা বুঝা যায়। কিন্তু ছোট সন্তান টি কোন ভাষাতে কথা বলে সেটা আমার বোধগম্য হয় নি।

ছোট সন্তানের তখন কথা শিখার বয়স। এমন সময় যদি বাপ মা হিন্দি, ইংরেজি এবং বাংলা ভাষার কোন নাটক বা কোন কিছু দেখে তাহলে সন্তানও হিবিজিবি জিনিস শিখবে। পরে ২য় সন্তান যখন আরো বয়স বাড়বে তখন তার মুখের শব্দের অর্থ কেউ বুঝবে না।

আবার আছেন ইংরেজি অক্ষরে বাংলা ভাষা লিখে থাকে। অনেক সময় সেই লেখাগুলো উচ্চারন করতে গেলে দাত বাঙ্গে। বাংলা অক্ষরে বাংলা লেখলে সমস্যা কি??

ধরলাম বাংলা কী-বোর্ড নাই বা বাংলাতে লেখলে আপনার দেরী হয়। প্রথম প্রথম আমারও দেরী হত। অক্ষর খুজে খুজে টিপ মারতে হতো। এখন আর অক্ষর খোজা লাগে না। অটোমেটিক আঙ্গুল অক্ষর এর উপর চলে যায়।

তা ছাড়া "ami bhatt khay" এর পরিবর্তে যদি I am eating rice. লেখলে অসুবিধা কি?? এতে আমাদের উচ্চারণে সুবিধা। আপনার ইংরেজি প্রেকটিস ও হলো। (বিঃদ্রঃ কেউ আবার ইংরেজি ব্যাকরন অনুযায়ী ভুল ধরবেন না। ইংরেজি ব্যাকরণ ভয় করে।)



আমাদের মা আমাদের কত সুন্দর ভাষা শিখিয়ে দিয়ে গেছেন। যেমন, মা, খালা, নানা, নানী, দাদা, দাদী ইত্যাদি। আর সবাই সুন্দর সবলীন ভভাবে সুন্দর শব্দে কথা বলবেন। আর ami jay না লিখে I am going লিখবেন। মানে ইংরেজি অক্ষরে বাংলা ভাষা না লিখে ইংরেজি অক্ষরে ইংরেজি ভাষা লিখবেন।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:০১

শেরজা তপন বলেছেন: লেখার সারবস্তু ঠিক আছে
আমি অনেক চোস্ত ইংরেজী জানা কর্পোরেট বস'দেরকে ইংরেজীতে ম্যাসেজ পাঠিয়ে দেখেছি, একসময় ইংলিশ বর্ণে বাংলায় উত্তর দেয়। আর্মিদের মধ্যেও এইভাবে লেখার চল শুরু হয়েছে।

* তবে ভায়া অতি সহজ কিছু বাঙলা বানানে আপনার ভুল চোখে লাগার মত।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৫২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ। মনোযোগ দিয়ে পড়ার জন্য। বানান যাতে ভুল না হয় সে দিকে খেয়াল রাখবো। স্কিন টার্চ মোবাইলে লেখি তো। মনে করেস "ন" এ টিপ দিলে "স" এসে পড়ে। আর মনে করেন আমি ব্যাস্তার জন্য দ্রুত লিখি।৷ তবে আমার রিভাইস দেয়া দরকার।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার সাথে কঠিনভাবে সহমত। ভালো থাকুন

৪| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৫:০১

হিমেল রেজার বচন বলেছেন: শেরজা তপন দা
মূল বিষয়বস্তু ঠিকাছে। ছোটখাটো ভুল ইগনোর মারেন দাদু।
তরকারী ভাই
ভাল্লাগছে
ধৈন্যা :)

৫| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৫:০১

হিমেল রেজার বচন বলেছেন: শেরজা তপন দা
মূল বিষয়বস্তু ঠিকাছে। ছোটখাটো ভুল ইগনোর মারেন দাদু।
তরকারী ভাই
ভাল্লাগছে
ধৈন্যা :)

৬| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৫:০১

হিমেল রেজার বচন বলেছেন: শেরজা তপন দা
মূল বিষয়বস্তু ঠিকাছে। ছোটখাটো ভুল ইগনোর মারেন দাদু।
তরকারী ভাই
ভাল্লাগছে
ধৈন্যা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.