নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

কিশোরের স্মৃতিঃ সিঙ্গারা।

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:৫৬


২০০৯ সাল। ক্লাস নাইনে পড়ি। গ্রীষ্মের ছুটির শেষে প্রথম ক্লাস। সেই স্কুলে আমি নাইনে ভর্তি হবার পর প্রথম ক্লাস। কারন আমি নাইনে একটু দেরীতে ভর্তি হয়। (সেটা অন্য হিসাব).

সেদিন আমরা টিফিনের সময় একটি হোটেলে সিঙ্গারা খাই। আহা! বন্ধুরা মিলে কত মজা করে খেলাম।সেই হোটেল টি আর নাই। হোটেলের মালিকানা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে হোটেলের আকৃতি তে।

আজও মনে পড়ে সেই হোটেল ও হোটেল মালিকের কথা। সেই হোটেলের পারোটা আর বাজি (সবজি আর কি!) খুব স্বাদ ছিলো। সেই সবজি তে সকল মসলার যেন পারফেক্ট সংমিশ্রণ ছিলো।

রাকিব নামের এক বন্ধু ছিলো। বর্তমানে সে সীমান্ত রক্ষাকারী বাহিনী তে আছে। সে করছে কি জানেন? ১ টা সিঙ্গারা দিয়ে অর্ধেক বোতল সস খেয়ে ফেলেছিলো।


যাই হউক। কিশোর জীবনের কিছু কিছু জিনিস আমার খুব মনে পড়ে। কিছু কিছু জিনিস মনে পড়লে এখনো লজ্জা লাগে। কিছু কিছু জিনিস মনে পড়লে ভালো লাগে। শান্তি লাগে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১:২২

আহমেদ জী এস বলেছেন: নাহল তরকারি,




সিঙারা মনে হয় সবারই প্রিয়। যৌবন কালে চায়ের সাথে সিঙারার সঙ্গত খাম্বাজ রাগের মতোই বাজতো .....

০৫ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:২৫

নাহল তরকারি বলেছেন: সবার প্রিয় কি না জানি না। তবে আমি মাজে মাজে খেতাম।

২| ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪২

জুল ভার্ন বলেছেন: আমার অপ্রিয় খাবারের মধ্যে অন্যতম সিংগাড়া।

০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৮

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

৩| ০৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: আমার নিজের বানানো সিঙ্গারা ছাড়া আর দুনিয়ার কোনো সিঙ্গাড়াই ভালো লাগে না..... :)

আমার নিজের বানানো সিঙ্গাড়ায় আমি কলিজাভুনা স্পেশাল উইথ ধনেপাতা টমেটো কাচামরিচ টরিচ দিয়ে দেই। মাঝে মাঝে স্পেশাল পুরান ঢাকাইয়া মশল্লায় মগজ ভূনাও। কলিজা আর মগজ হায় হায় ভয় পেয়োনা শুনে।

০৬ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৩১

নাহল তরকারি বলেছেন: আমি যদি খেতে পারতাম!

৪| ১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: ছবি এনে দিতে পারি। কিন্তু ছবি খেলে কি হবে শুধু?? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.