নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বিবাহিত জীবন VS অবিবাহিত জীবন।

২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৬



০১। অবিবাহিত জীবনে হুট হাট যেখানে খুসি চলে যেতে পারতাম। এখন হুট হাট তোথাও বাহির হতে মনে চায় না। বউ এর সাথে থাকতে মনে চায়। এই মন চায় বউ এর সঙ্গ পেতে।

০২। আগে যেভাবে মনে চায় টাকা খরচ করেছি। এখন হিসাব করে খরচ করি। কারন এখন যদি ৫ টাকা যদি থাকে তাহলে আমার বউ কে কিছু খাওয়াতে পারবো।

০৩। আগে সব কিছুতে I don't care ভাব ছিলো। যা বিপদ আসুক, কোন কিছু পরোয়া করতাম না। এখন বউ এর কথা চিন্তা করি। কারন সে তো বিপদ/দুঃখ সহ্য করতে পারবে না। তার দুঃখে আমার ও কান্না চলে আসবে এমন ভাব।

০৪। আগে আমি আমান নিরাপত্তা নিয়ে কোন কেয়ার করতাম না। এখনো করি না। তবে আমি আমার বউ এর নিরাপত্তার জন্য চিন্তা করি।

০৫। আগে আমি একা ছিলাম। এখন আমার বউ কে স্পেস দিতে হয়।

০৬। আগে আমি সব একা ভোগ করতাম। এখন বউ কে ও ভাগ দিতে হয়।

তবে আগে আমি সব কিছুতে অস্থির ছিলাম। এখন বউকে পাওয়ার পর কিছুটা স্থির হয়েছি। ভবিষৎ এ আরো হবো। ইনশাল্লা।

আর আমার বউ এর মুখটি দেখলে যেই ভালো লাগে যা বলার বাহিরে। যেন সকল দুঃখ চলে যায়।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২২

নতুন বলেছেন: সুখী জীবন জাপন করুন।

কতদিন হলো বিয়ে করেছেন?

দুজনের মাঝে ঝগড়া হয়েছে? হলে কি করেন?

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১২

নাহল তরকারি বলেছেন: গত ১৭-অক্টোবর-২০২১ ইং তারিখে বিয়ে করেছি। এখনো ঝগড়া হয়নি।

২| ২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩০

ইসিয়াক বলেছেন:



নাহল ইমরোজ ভাই,
বিয়ে করলেন কবে, জানালেন না তো? এজন্য বোধহয় কদিন ব্লগে আপনাকে দেখলাম না। যাক ভালো ই হলো। দাওয়াত কিন্তু পাওনা রইলো।

নতুন জীবন সুখে কাটুক।

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৩

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ শুভ কামনার জন্য। বিয়ের যাবতীয় অনুষ্ঠানিকতার জন্য কিছু লেখা হয় নি। আমাদের জন্য দোয়া করবেন।

৩| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার লেখায় মনে হচ্ছে নতুন বিয়ে করেছেন। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এই মনোভাব স্থায়ী হউক এই কামনা করছি। ভালো থাকবেন।

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৭

জগতারন বলেছেন:
আর আমার বউ এর মুখটি দেখলে যেই ভালো লাগে যা বলার বাহিরে। যেন সকল দুঃখ চলে যায়।
Contagious (কনটে'জাস) ও সংক্রামক অনুভূতি (!!!)
এ অনুভূতি সকল বিবাহিত ও বিবাহিতাদের সংক্রামিত হউক কামনা করি।

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেকে হয়তো বিয়ে না করেই জীবন পার করে দেয়।কিন্তু তারা বরযাত্রী হয়ে গেছে বহু বার।

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৬| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: সব কিছু মিলিয়ে বলা যায় বিবাহিত জীবন ভালো।

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৭| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিবাহিত ও অবিবাহিত দুই জনেই দুইরকম আনন্দ, বেদনা, সুখ, দুঃখ আছে।

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৮| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুই জীবনেই হবে।

৯| ২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মিরোরডডল বলেছেন:



আর আমার বউ এর মুখটি দেখলে যেই ভালো লাগে যা বলার বাহিরে। যেন সকল দুঃখ চলে যায়।

আই উইশ, এই ভালোলাগাটা যেনো সব সময় থাকে ।

২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

নাহল তরকারি বলেছেন: সব উপর ওয়ালার ইচ্ছা।

১০| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: গত ১৭-অক্টোবর-২০২১ ইং তারিখে বিয়ে করেছি। এখনো ঝগড়া হয়নি।

আরে এখন ব্লগে আসা ঠিক না। এখন দুজনে সুন্দর সময় কাটানোর সময়।

হানিমুনে যান ৭ দিনের জন্য।

১১| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন:





বাহ! জেনে ভালো লাগলো।চির সুখী হোক আপনার দাম্পত্য জীবন।
দোয়া রইলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.