নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ভূত এফ এম

২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪০



রেডিও জগৎ এ আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ছিলো ভূত এফ এম। আমি এই অনুষ্ঠান প্রথম শুনি ২০১০ সালে। সঠিক তারিখ মনে নাই। তবে সেদিন “জু জু” এর গল্প বলেছিলো। এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আর জে রাসেল।

প্রথম অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন গায়ক সুমন। যাকে পরবর্তীতে ভৌতিষ্ট সুমন নামে পরিচিত হয়। পরে ছিলেন ভৌতিষ্ট জিবরান। আর ছিলেন ভৌতিষ্ট সুমন।



এই ভূত এফ এম কে দাড়া করাইছে এই তিনজনে। তারা ২০১০ সাল এবং ২০১১ সালে এরা নিয়মিত এই অনুষ্ঠানে আসেন। এবং তারা বিশ্রেষণ মূলক গল্প বলতেন। ১৬ ডিসেম্বর ২০১১ সালের পরে তারা আর তেমন অনুষ্ঠানে আসেন নি। তারা সর্বশেষ এই ভূত এফ এম এ আসেন ১৩ এপ্লিল ২০১২ সালে। এই দিনের পর তাদের কর্মকান্ড সম্পর্কে আর আমি জানি না।

তাদের ইনভেস্টিকেশন ডকুমেন্টারি হিসেবে দেশ টিভি তে আসার কথা। তাদের ডকুমেন্টশন দেশ টিভি তে আসছিলো কি না তা জানি না।

I missed Bhoot FM and Bhoutist.



ছবি গুলা সংগ্রহীত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০৮

উদারত১২৪ বলেছেন: nostalgic খুব ভালো কিছু জানা গেলো

ফাঁসির আগ মূহুর্তে সায়্যিদ কুতুব রহঃ

২| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮

অপু তানভীর বলেছেন: ভুত এফএম আমার খুব প্রিয় অনুষ্ঠান ছিল । আমি নিয়মিত ভাবেই শোটা শুনতাম । এছাড়া অন্য দিন ইউটিউব থেকে রেকোর্ডেড ভার্শনও শুনতাম । এখনও শুনি । এতো জনপ্রিয় শো টা বন্ধ কেন হয়ে গেল বুঝলাম না ।

পরে অবশ্য আরজে রাসেল ভুত ডট কম নামে আরেকটা শো শুরু করেছেন কিন্তু সেটা তেমন জনপ্রিয়তা পায় নি । ভুত এফএমের নিয়মিত গেস্ট আহমেদ বাবু আর ডাক্তার আলিফ ইউটিউবে দুইটা চ্যানেল খুলেছেন । সেগুলো বেশ জনপ্রিয় ।

৩| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: এই অনুষ্ঠান টা আমি বেশ কয়েকবার শুনেছি। ভালো লেগেছে।

৪| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৪

নেপচুন০০৭ বলেছেন: আপনি সম্ভবত দিতিও পর্ব থেকেই দেখা শুরু করেছেন। আমিও হুট করে রেডিও অন করে ধাক্কা খীছিলাম মাঝ রাতে ১ম পর্বে, সেই থেকেই ভক্ত ছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.