নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

গাছ লাগান পরিবেশ বাচান।

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:০৮



গাছ আমাদের পরিবেশের বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ ছাড়া পৃথিবী অচল ইত্যাদি ইত্যাদি মুখস্ত কথা আপনারা অনেক শুনেছেন।

আমি ফল খেয়ে বীচি মহাসড়কের পাশে ফেলে দিয়ে এসেছি। গাছ হয়েছে কিনা এটা উপর ওয়ালা জানে।

আমার আব্বু সরকারি চাকরি করে। তাহার সরকারি কোয়ার্টারে একটি লেবু চাড়া লাগাই। এই ২০২১ সালের এপ্লিল, মে, জুন এবং জুলাই মাসে অনেক আম খেয়েছি। এই আমের বীচি থেকে আম গাছ হয়েছে। একটি আম গাছ কে বিশেষ যত্নে বড় করেছি।

এই সরকারি কোয়ার্টারে আমরা আজীবন থাকবো না ঠিক, পরের অফিসার তো ঠিকই আম আর লেবু খেতে পারবে।

আর সরকারি কলোনী তে তিন স্থানে লেবুর বীচি লাগিয়ে ছিলাম। সেখানে অনেক সুন্দর লেবু চাড়া হয়েছে। সেই চাড়া গুলো খুব ছোট। এই চাড়া গুলো একবার বড় হয়ে গেলে আর তেমন চিন্তা নাই।

আনপনারা ও গাছ লাড়ান। ও পরিবেশ বাচান। আপনারা ও আপনাদের স্কুলে, কলেজে, মসজিদের ওঠানে, রাস্তার পাশে গাছ লাগান। Show off বা ফেসবুকে আপলোড করার জন্য হলেও গাছ লাগান।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১০

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার পোস্টে আপনিই মন্তব্য আর লাইক দিলেন হাহাহা

আরেক রাজীব নূরের দেখা পাইলাম

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:০৪

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশ জুড়েই শুধু মানুষ আর মানুষ, গাছ লাগাবে-যায়গা কোথায়?

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০

নাহল তরকারি বলেছেন: হাইওয়ের পাশে। রেল লাইনের পাশে। যেখানে পারেন।

৪| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


সাধারণ গাছ, নাকি তরকারী'র গাছে?

০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১

নাহল তরকারি বলেছেন: ফুল গাছ, ফল গাছ, তরকারি গাছ, ঔষুধি গাছ সব গাছই উপকারী।

৫| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গাছ লাগানো ভালো কাজ।

৬| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সুযোগ থাকলে সকলেরই গাছ লাগানো উচিত।
আমি ঢাকার মানুষ, বাড়িতে তেমন যায়গা নাই। তবুও আমার বাড়িতে খেঁজুর গাছ, আম গাছ, জাম্বুরা গাছ, কাঠাল গাছ, আতা গাছ, জাম গাছ আছে। কিছুদিনের মধ্যেই বাড়ির কাজে হাত দিলে একটি জাম আর আতা গাছটা কাটা পরবে। বাকি গুলি টিকে যাবে মনে হয়। গাছ লাগানোর জন্য অল্প একটু জমি কিনেছি জয়দেব পুরে। বেশ কিছু গাছ আছে। আশা করি আগামি বছর গুলিতে সেখানে প্রচুর গাছ লাগাতে পারবো।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১২

নাহল তরকারি বলেছেন: আমি তো যেখানে পাড়ি গাছ লাগাই। জমির মালিক ও খুসি আমার ও শখ পূরণ হইলো।

৭| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: গাছ যে লাগাবো। জায়গা জমি তো কিছুই নাই।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৩

নাহল তরকারি বলেছেন: গাছ যে লাগাতে হবেেএমন না। আপনি যদি গ্রামে রাস্তার পাশে ফলের বিচি ফেলে দিন সেটাও যঠেষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.