নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

চুয়াডাঙ্গার স্মুতি

১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৯


চিত্র: মাথাবাঙ্গা বীজ, চুয়াডাঙ্গা সদর।

আমার আব্বু চুয়াডাঙ্গা বদলী হয় ২০১৬ সালে। সেই ২০১৬ থেকে ২০২০ সাল পযর্ন্ত চুয়াডাঙ্গা ছিলেন। পরে আব্বু গাইবান্ধা বদলী হয়।

যাই হউক। চুয়াডিাঙ্গা ছিলো সুন্দর একটি জায়গা। এখানকার মানুষ ও খুব মিশুক। এখানখার মুঘলাই খুব টেস্টি। একটা চায়ের দোকান ছিলো। সেখানে বিভিন্ন প্রকার চা বিক্রি করিতো। আর সেখানকার মুনছু ছিলো খুব টেস্টি।



আমাদের স্টাফ কোয়ার্টার এলাকাতে দুটি ওয়াচ টাওয়ার ছিলো। সেখানে ওঠে আমি বসে থাকতাম এবং খেলাধুলা দেখতাম। আবার এই টাওয়ার থেকে মাথাবাঙ্গা নদী দেখা যেতো।


আমার মন খারাপ হলে আমি এখানে বসে থাকতাম। আর আষাঢ়ে গল্প ভাবতাম। বেশীর ভাগ ভাবতাম সৌর জগৎ নিয়ে।


মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০১

ইমরোজ৭৫ বলেছেন: এক্কের ছবি।

২| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৯

অপু তানভীর বলেছেন: আরে বাহ ! ছবি গুলো খুবই পরিচিত আমার ।
এই মাথাভাঙ্গা ব্রিজ, তার পাড় এসব খুবই পরিচিত । মাথাভাঙ্গা ব্রিজ পার হয়ে দৌলতদিয়ারের দিকে যেতে এক লোক আলুর চপ বিক্রি করে, খেয়েছেন কিনা কে জানে ! খুবই স্বাদের সঐ আলুর চপ !

১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩

নাহল তরকারি বলেছেন: ছবিগুলা পলিটেকনিক্যাল স্কুল এর পেছনে।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৭

অপু তানভীর বলেছেন: আমার মন খারাপ হলে আমি অবশ্য যেতাম পুলিশ লাইনের ঐদিকে । ওখানে একটা আবহাওয়া অফিস আছে । ওটার সামনে চমৎকার পাকা রাস্তা । সেখানে গিয়ে বসতাম । নির্জন আর চমৎকার জায়গা ! মাঝে মাঝে রফিদ পয়েল্টিফিডের পেছনের নদীর পাড়েও বাসতাম !

১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৯

নাহল তরকারি বলেছেন: ভাই আপনার What app নাম্বার দিবেন?

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৪

নাহল তরকারি বলেছেন:
এই এলাকা চিনেন? আমি তো পড়তে পারছি না।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪০

অপু তানভীর বলেছেন: জেলা পরিষদ পাড়া বলতে আলাদা পাড়া আছে কিনা বলতে পারছি না । তবে যদি এটা জেলা পরিষদ অফিসের আশে পাশে হয় তাহলে তো চিনি । পুলিশ লাইনের ঐ রাস্তায় তো হওয়ার কথা !

১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

নাহল তরকারি বলেছেন: এটা পুলিশ লাইনের এই দিকে। কোন পাড়া আমি লেখা উচ্চারণ করতে পারছি না। হাট কালুরগজ্ঞ এটা উচ্চারণ করতে পারলেও বাকি গুলা উচ্চারণ করতে পার ছি না।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: চুয়াডাঙ্গা আমার কখনও যাওয়া হয়নি।
তবে যাবো। ছবি গুলোর সাথে ক্যাপশন দিলে ভালো হতো ।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: চুয়াডাঙ্গা যাওয়া হয়নি কখনো।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:০৭

নেওয়াজ আলি বলেছেন: মনোরম ছবি। মাথাভাঙ্গা নাম কেনো হলো জায়গাটার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.