নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

এক বছরের মধ্যে সর্বজনীন পেনশন চালু: অর্থমন্ত্রী

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৮



ছবি: অর্থমন্ত্রী জনাব মুস্তফা কামাল

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন, ১৪২৮, ২২ রজব ১৪৪৩


আজকে একটি খবর পরলাম। যুগান্তরে। ওদের ওয়েবসাইডে এই খবর এভাবে দেয়া আছে।

১৮ থেকে ৫০ বছর বয়সি বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। বিদেশ থাকা বাংলাদেশিদের জন্যও একই সুযোগ রাখা হচ্ছে।

আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে এ ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুরুর দিকে এ ব্যবস্থা ঐচ্ছিক রাখা হলেও পরবর্তী সময়ে এটাকে বাধ্যতামূলক করা হবে।

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, পেনশন ব্যবস্থার আওতায় গঠিত তহবিলে যারা যে পরিমাণ চাঁদা দেবেন, ওই তহবিলে একই পরিমাণ চাঁদা সরকারও দেবে। এটি ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। পেনশন তহবিল বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে এই কর্তৃপক্ষ। বিনিয়োগ থেকে যে মুনাফা আসবে, তা–ও পেনশনধারীদের মধ্যে বিতরণ করা হবে।

এ ব্যবস্থা কবে থেকে চালু হবে, তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই সেটা করা সম্ভব। তার আগে আইন প্রণয়ন ও বিধি প্রণয়ন এবং আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে।

প্রতি মাসে কত টাকা জমা দিতে হবে এবং কত টাকা করে পেনশন পাওয়া যাবে—এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়গুলো এখনো একটি প্রক্রিয়ার মধ্যে আছে। কর্তৃপক্ষ এগুলো ঠিক করবে। বিশ্বের বিভিন্ন দেশ এ ধরনের কার্যক্রম যেভাবে চালায়, সর্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়ন করতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পদ্ধতিগুলো অনুসরণ করা হবে।



লিংক পেতে স্ক্যান করুন


এতে করে কি হবে জানেন?
০১। সরকারি চাকরি পেতে চায় এই পেনসানের জন্য। এখন সরকারি চাকরি ছাড়া যদি পেনসান পাওয়া যায় তাহলে সরকারি চাকরির প্রতি আকর্ষণ কম থাকবে।

০২। যারা বিদেশ থাকে, যারা শ্রমিক, যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারাও শেষ বয়সে পকেটে একটু টাকা থাকবে।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৩

ইমরোজ৭৫ বলেছেন: ভালো উদ্যোগ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৯

জুল ভার্ন বলেছেন: এটা সরকারের তত্তাবধানে 'হায় হায় কোম্পানি'....
জনগণের টাকা মারার ধান্দা... এদের দুইদিনের বিশ্বাস নাই, চল্লিশ বছর ত বহুত দুরের বিষয়....

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৬

নাহল তরকারি বলেছেন: সরকার কে তো বিশ্বাস করা যায়।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: এই উদ্যোগ কোনো দিনও সফল হবে না। নির্বাচনের আগে নেতারা এরকম কথা বলে থাকেন। নাকের আগায় মূলা ঝুলানো একেই বলে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২০

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: এবার গরীবেরাও (ভিক্ষুক সহ) লুন্ঠিত হবে ,লাভবান হবে প্রশাসনের ফকিন্নিরা
.......
একজন শ্রমিক মাসে ১ হাজার করে টাকা রাখবে ৪০ বছর অর্থাৎ বয়স ৬৫ পর্যন্ত (২৫+৪০).পেনশনের ফাইলের পিছে দৌড়াবে আরো ৫ বছর।
৬৫ হাজার করে টাকা পাবে ৮০ বয়স পর্যন্ত
(৮০ বয়সের পরে বেঁচে থাকলে দণ্ডনীয় অপরাধ ?)
সরকার পরিবর্তন হলেও এই ধান্দা সব সরকারি পুষে রাখবে
এবার গরীবেরাও লুন্ঠিত হবে

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১

নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে যারা কথা বলে তারা রাজাকার।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০

আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৫

মাকার মাহিতা বলেছেন: গরীবের টাকা মারার নতুন ফন্দি

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২

নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ এর বিরুদ্ধে যারা কথা বলে তারা রাজাকার।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো চিন্তা। যে কোন ভালো চিন্তাকেই আমাদের স্বাগতম জানাতে হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২

নাহল তরকারি বলেছেন: ঠিক।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: যাদের এক্সট্রা টাকা পয়সা নেই তাদের নিয়ে কেউ চিন্তা করেনা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৪

সোবুজ বলেছেন: বিএনপি আসলে এই প্রকল্প বন্ধ করে সব টাকা লন্ডন নিয়ে আসবে।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হয় তবে সস বোরো রাজাকার বঙ্গবন্ধু।
তিনি আওয়ামীলীগকে লাথি মেরে বা বাতিল করে "বাকশাল" করেছিলেন।
সেই প্রকৃত লীগদল প্রেমিক যে ভালো /মন্দ স্বীকার করে। আর সব বসন্তের কোকিল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৫

নাহল তরকারি বলেছেন: আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিমু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.