নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

যাকাত ব্যাবস্থাপনা

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২০


যাকাত হচ্ছে ইসলামের একটি ফরজ কাজ। মানে অবশ্যই করতে হবে। আর যাকাত মানে আপনার কাছে যদি নিদিষ্ট পরিমান অর্থ আর সম্পদ থাকে আর সেটা যদি এক বছর স্থায়ী হয় তাহলে ২.৫% টাকা যাকাত দিতে হয়।

এখন। রমজান মাস আসলেই শুরু হয় সাহায্য প্রার্থীর আনাগোনা। বিকাশ, রকেট, ডার্চ বাংলার মত মানি ট্রান্সফার সিস্টেম আসার পর সাহায্য প্রার্থীদের কল দেয়া শুরু হয়ে গেছে।

যাকাতের টাকা যদি সরকার সংগ্রহ করিতেন, এবং এই টাকা যদি সরকার ডিস্টিবিউশন করিতেন তাহলে অনেক ভালো হতো। কারন আমার সামর্থ্য ২ জনকে দেবার। আর সাহায্য প্রার্থীর সংখ্যা ১০০ জন। ৯৮ জন লোকদের আমাদের খালি হাতে ফেরৎ পাঠাতে হবে।

এখন গরিবরা যদি সরকারের কাছ থেকে যাকাত নেয় তাহলে কি কি সুবিধা?

০১. সাহায্য প্রার্থী অনেক সময় সাহায্য নিতে লজ্জাবোধ করে। যদি তারা সরকারের কাছ থেকে যাকাত সংগ্রহ করে তাহলে তারা ততটা লজ্জা বোধ করবে না।


০২. আমাদের কাছ থেকে যাকাত সংগ্রহ যদি সরকার গরিবদের বিতরন করে তাহলে আমাদের দুয়ারে সাহায্য প্রার্থীর আসা লাগে না। আমাদের কাছে গরিব আসলে সমস্যা একটাই। দেবার সামর্থ আছে ২ জনের। আসবে ১০০ জন। বাকি ৯৮ জন কে ফিরিয়ে দিতে হবে। এখন সরকার যাকাত সংগ্রহ করলে, সরকার একটা হিসাব করবে যে কতজন লোক কে যাকাদ পাবার যোগ্য। সেই হিসেবে টাকা ভাগ করে দিবে। সুতরাং কেউ খালি হাতে ফেরৎ যাবে না।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: দেবার সামর্থ আছে ২ জনের। আসবে ১০০ জন। বাকি ৯৮ জন কে ফিরিয়ে দিতে হবে।
সরকারের কাছে গেলে সবটাই চোরেরা খেয়ে ফেলবে।

২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৬

নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ সরকার, ভালো। তারা দুই নাম্বারি করে না।

২| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: সরকার নিজেই তো সবচেয়ে বড় যাকাত গ্রহীতা


তাছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র ইসলামী সরকার ই যাকাত আদায় করতে পারবে।



এছাড়াও সরকারকে কেন যাকাত দিবেন? আপনি নিজেই আপনার আত্মীয়স্বজনদের খোঁজ নিয়ে যতটুকু পারা যায় সাহায্য করুন।

২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৯

নাহল তরকারি বলেছেন: আমি এটা বলছি না যে সরকারি কোষাগার থেকে যাকাত দিতে। আমি সরকার কে যাকাতের টাকা দিবো। সরকার আমার হয়ে গরিবদের যাকাত দিবে।

আর আত্নীয়দের যাকাত দিলে সমস্যা হচ্ছে তারা একটু বিপদে পড়লে আমার কাছে ছুটে আসবে। আমার সুবিধা অসুবিধা তারা চিন্তা করবে না। তখন সেই আত্নীয়দের সাহায্য করদে না পারলে আমার বিরুদ্ধে কুৎসা রটাবে৷

৩| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩১

ইমরোজ৭৫ বলেছেন: চমৎকার

৪| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫২

শ্রাবণধারা বলেছেন: হুম..এখন অন্তত দুইজন পায়, তখন আর একজনও পাবে না !!!!

২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২৪

নাহল তরকারি বলেছেন: ছিঃছি। এভাবে বলবেন না। আওয়ামী লীগ সরকার ভালো সরকার। আপনি কি তার বিপরীত মনে করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.