নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

কিশোরের স্মৃতি ও টাইগার এনার্জি ড্রিংক।

০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৬



২০০৯ সাল। আমি তখন ক্লাস নাইনে পড়ি। নানা বাড়ি থেকে এসএসসি, এইচ এস সি এবং অনার্স পাশ করি। এখন মাষ্টার্স পরীক্ষা দিচ্ছি।

২০০৯ সালের ঘটনা। সকাল সকাল ঘুম থেকে ওঠতাম। কোন মতে পরিষ্কার হয়ে হিসাববিজ্ঞান প্রাইবেট পড়তে যেতাম। সাড়ে নয়টা স্কুলে উপস্থিত হতাম। ক্লাশ করতাম। তখন আমাদের অফসনার বিষয় ছিলো কৃষি, কম্পিউটার, উচ্চতর গণিত/ জীব বিজ্ঞান।

ক্লাস শেষ করে ইংরেজী প্রাইবেট পড়তে যেতাম। নাইন এবং টেইনে একই সময়ে ইংরেজী প্রাইবেট পড়তাম।

আবুল হোসেন স্যারের ইংরেজী প্রাইবেট শেষ করে বাসায় ফিরতাম। আমার সহযাত্রী ছিলো নূরে আলম এবং মেহেদী। তারা আর আমি একই গ্রামে থাকতাম। পথিমধ্যে আপনের দোকান থেকে রয়েল টাইগার এনার্জি ড্রিংস খেতাম। তখন যে কি যে ভালো লাগতো তা বলার বাহিরে।

আমার নানী বাড়িতে একটি টিউবওয়েল আছে। সেখান থেকে ঠান্ডা পানি বাহির হয়। স্কুল থেকে এসে টিউবওয়েলে গোছল করতে যেতাম। ঘামাক্ত ও ক্লান্ত শরীলে ঠান্ডা পানি ডালতে কি যে মজা লাগতো তা বলার বাহিরে। এখন টাইল ওয়ালা বাথরুমেও এত শান্তি করে গোছল করতে পারি না।

গোছল করে ভাত খেতে যেতাম। নানী ভাত দিতো। ভাত খেয়ে শুয়ে পড়তাম। তখন যে কি বিশ্রাম নিতে কি যে ভালো লাগতো, তা এখন বলে বুঝাতে পারবো না।

বিয়ের পর জানতে পারি আমার বউ নাইনে থাকতে; আমার মত স্কুল ছুটির পর এই টাইগার খেতো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১১

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

২| ০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭

ককচক বলেছেন: ২০০০ সালের পূর্বে আমরা যারা মফস্বলে বড় হয়েছি, আমাদের প্রায় প্রত্যেকেরই এমন স্মৃতি আছে। আমরা পুকুরে গোসল করেছি, টিউবওয়েলে গোসল করেছি, পাড়ায় ফুটবল ক্রিকেট খেলেছি, ধুলোবালি কাদামাটি গায়ে মেখেছি... টুকটাক দুষ্টুমিও করেছি...এখনকার বাচ্চাকাচ্চাদের বন্দী জীবন।
ফলে এখনকার বাচ্চাকাচ্চারা তুলনামূলক বেশি আত্মকেন্দ্রীক!
আমার ভাগ্না, ভাগ্নি, ভাতিজা ভাতিজিদের দুই-চারটার প্রাইমারি লেবেল শেষ... কিন্তু দুঃখের ব্যাপার তাদের সাথে এখনো আড্ডা দেওয়া হয়নাই। মাঝেমধ্যে দেখা হলেও লজ্জায় তারা কথাপর্যন্ত বলতে চায় না। অথচ আমরা আমাদের বাবা মায়ের গ্রামের চাচা মামাদের সাথে কত ফ্রি ছিলাম। কত কত খেলাধুলা করে আমরা বড় হয়েছি....

৩| ০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৩

কেকোবেদ বলেছেন: আমি এখনও খাই। তবে মা বাবার এখনো এইটাকে বাংলার মদ মনে করে থাকে।

৪| ০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
এথন কি স্বামী-স্ত্রী দুইজনে মিলে টাইগার খান?

৫| ০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
টাইগার কখনো খাইনি। তবে স্পিড খেয়েছি।

৬| ০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: টাইগারের ঘ্রাণটা সহ্য করতে পারতাম না।

৭| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এসব ড্রিংস কখনো এনার্জি
দেয়না বরং এনার্জি ক্ষয় করে

৮| ০৬ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৫

কোনেরোসা বলেছেন: টাইগারে মদ মিশানো থাকে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.