নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

তাকে কেউ হাসপাতালে নিলো না। সে রাস্তায় বিনা চিকিৎসায় মারা গেলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৯



আমি ভারতীয় বাংলায় একটি সিনেমা দেখি। সিনেমা তে নায়ক মানেই সর্বসেবা। মানে নায়কই সব। এই ফিল্মেও তাই। নায়ক একজন ছাত্র রাজনীতি এর বিশিষ্ট জন। সে সভা করে, সমিতি করে। সমিতি করে গরিব মেধাবী ছাত্রদের সাহায্য করে। ইত্যাদি ইত্যাদি। সিনেমার শেষে দেখা যায়, নায়ক একবার যাকে সাহায্য করেছিলো সে নায়ক কে খুন করে। খুন করে পালিয়ে যায়।

আঘাত পাওয়ার পর; ব্যাথায় যখন কাতরাচ্ছিলো তখন উপস্থিত জনতাকে অনুরোধ করছিলো “তাকে যেন হাসপাতাল নিয়ে যায়।” কিন্তু জনগন সেটা করে নাই। বরং জনগণ সেই আঘাত প্রাপ্ত নায়ক এর দিকে তাকিয়ে ছিলো। অনেক সময় রাস্তায় উৎসুখ জনতা কোন নিদিষ্ট বস্তুর দিকে গোল হয়ে দারিয়ে তাকিয়ে থাকে, ঠিক তেমনি।

প্রথম আলোর এই আর্টিকেলটি দেখে আমার সেই নায়ক এর কথা মনে পড়ে গিয়েছিলো। লর্ড ক্লাইভ যখন নবাব সিরাজউদৌল্লা কে বন্দি করে নিয়ে যাচ্ছিলো তখন বাংলার জনগন হা করে তাকিয়ে ছিলো। আর লর্ড ক্লাইভ নবাব ও দুই সেপাই। হাজার হাজার বাঙ্গালী। হাজার হাজার বাঙ্গালীর মধ্যে ৫০ জন সাহসী বাঙ্গালী হাতে ইট নিলেই ভয়ে সে দিন লড ক্লাইভ পালিয়ে যেতেন।

ধরন আপনি। দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন। আপনাকে কেউ হাসপাতাল নিলো না। আপনি বিনা চিকিৎসায় মারা গেলেন। নিজের জীবনের কথা বাদ দিলাম। নিজের জীবনের চেয়েও যাকে ভালোবাসি সে হচ্ছে বউ। আপনার বউ সড়ক দুঘর্টনায় মারা গেলো। তখন আপনার কেমন লাগবে।

কত কত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, A+ ওয়ালা ছাত্র ঘুরে বেড়ায়। আমাদের মাথায় কি কিছু আছে? নাকি A+ শুধু সার্টিফিকেটে??

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা কবেকার নিউজ ভাই?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

নাহল তরকারি বলেছেন: মিনিমাম এক সপ্তাহ হবে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৪

জ্যাক স্মিথ বলেছেন: গতকাল প্রথম আলোতে পড়েছিলাম, বিষয়টা মর্মান্তিক।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫২

সোনাগাজী বলেছেন:



আপনি বাসায় থাকবেন, বাইরে যাবেন না; কিছু ঘটলে সমস্যা হবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

নাহল তরকারি বলেছেন: আচ্ছা।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১০

রেজাউল৮৮ বলেছেন: সুন্দর

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭

শিশির খান ১৪ বলেছেন: যে হাসপাতালে নিয়ে যাবে পরে দেখা যাবে তার বিরুদ্ধেই মামলা হবে অথবা তাকেই জবাবদিহি করতে হবে। উপকারী কে বাঘে খায় একটা কথা আছে না এখন আর মানুষ উপকার করতে গিয়া ঝামেলায় পরতে চায় না। মর্মান্তিক কিন্তু এটাই সত্য কারণ ওই ছেলেটার জায়গায় আমি নিজেও থাকতে পারতাম। আপনি আপনার বৌকে নিজের জীবনের চেও বেশি ভালোবাসেন ………..ভালো। দেইখেন এমনেই ঢাকা শহর এ অনেক ডিভোর্স হচ্ছে ভালো বাসার লিস্ট এ মা বাবা ছেলে মে কে আগায় নিয়ে আসতে হবে ভাই তারপর বৌ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার এই পোস্টটা ভালো হয়েছে। ম্যাচিউরিটি আসছে লেখায়।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১২

হাসান জামাল গোলাপ বলেছেন: শিশির খানের মন্তব্যে সততা আছে। খুবই মর্মান্তিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.