নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

নবাব সিরাজউদ্দৌলা রাজনীতি জানতেন না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৩



গতকাল বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। হিরো আলম বিখ্যাত লোক হতে পারে, কিন্তু তিনি রাজনীতি বুঝে না। রাষ্ট্র বা দেশ পরিচালনার জন্য রাজনীতি জানা লাগে। হিরো আলম কি রাজনীতি বুঝেন? অনেকে আছে যারা ছাত্র থেকেই রাজনীতি করে। ওরা রাজনীতি বুঝে। ওদের কে রাজনীতি শিক্ষা দিয়েছে ওদের বড় ভাই বা কোন না কোন রাজনৈতিক ব্যাক্তিত্ব।
এখন আপনারা হয়তো সমাজ বই এ নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধ, যুদ্ধের কারন ও ফলাফল পড়েছেন। আমি নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খান থেকে শুরু মীর জাফর পযর্ন্ত ইতিহাস পড়েছি। কেস স্টাডি করেছি।
নবাব আলীবর্দী খান রাজনীতি বুঝতেন। তাই হাজার চেষ্টা করেও ইংরেজ আলীবর্দী খান কে হটাতে পারেন নাই। বরং নবাব আলীবর্দী খান ইংরেজদের নাচিয়েছেন।
আর নবাব সিরাজউদ্দৌলা রাজনীতি বুঝতেন না। এক্কেবারেই বুঝতেন না। রাজনীতি না বুঝার জন্য নবাব সিরাজউদ্দৌলা সিংহাসন হারিয়েছেন। আবার ইংরেজদের মতিগতি বুঝতে না পারায় মীর জাফরও সিংহাসন হারিয়েছেন।
এখন পরাশক্তি হচ্ছে আমেরিকা আর রাশিয়া। চীন আর ইজরাইল আস্তে আস্তে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে। তো আমার ভয় হয় যে, রাজনীতিতে অজ্ঞ ব্যক্তিরা দেশ শাসন করলে; আমেরিকা, চীন, ইজরাইল আমাদের দেশ শাসন করবে।
হে বাংলার জণগণ সাবধান হও। যাকে তাকে ভোট দিও না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



ভালো ব্যাপার, আপনি রাজনীতির উপর পড়ালেখা করেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪১

নাহল তরকারি বলেছেন: জ্বি। আমি রাষ্ট্রবিজ্ঞান থেকে মাষ্টার্স পাশ করেছি।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
গতকাল বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম।
হিরু সাহেবকি ২টা আসনেই প্রার্থী ছিলো!! বাহ!! বিশাল ব্যাপার!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪২

নাহল তরকারি বলেছেন: বেডার সাহস আছে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০১

জ্যাক স্মিথ বলেছেন: হিরো আলমও শিখে নিবে খুব দ্রুতই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে একদিন হিরো আলামই এমপি, মন্ত্রী হবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪২

নাহল তরকারি বলেছেন: আগে রাজনীতি শিখুক। পরে রাজনীতির মাঠে নামুক। তা নাহলে সব কিছু সামাল দিতে পারবে না।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পোস্ট ভালো হয়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৩

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:


দীর্ঘদিন দেশে একটা অথর্ব নিষ্কর্মা বিরোধীদল থাকলে নুরাপাগলা হিরুয়ালম তাদের শুন্যস্থান পুরোন করবে।
ইহাই বাস্তবতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৪

নাহল তরকারি বলেছেন: আমি মনে করি শেখ হাসিনার মত দক্ষ রাজনৈতিক ব্যাক্তিত্ব প্রধানমন্ত্রী থাকলে বিরোধী দলের দরকার হয় না।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: হিরো আলাম একদিন স্যার হইবোই হইবো

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩

নাহল তরকারি বলেছেন: নবাব সিরাজউদ্দৌলার মত যাতে না হয়।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: হিরো আলম যোগ্য ও দক্ষ লোক নয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

নাহল তরকারি বলেছেন: আমি সেটাই বলতে চাচ্ছি।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

অনামিকাসুলতানা বলেছেন: হিরো আলম নায়ক হতে চেয়েছিল এখন সে আবার রাজনীতিক হতে চাচ্ছে ।
তার স্বপ্ন সত্য হ লে খবর আছে। নায়ক হতে গেলে মাথার ঘিলু লাগে না কিন্তু রাজনীতিক হতে হ লে মাথার ঘিলু লাগে , প্রচুর পড়া শোনা লাগে, অভিজ্ঞতা লাগে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

নাহল তরকারি বলেছেন: সুন্দর

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: সচেতন নাগরিকরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। গোরু-ছাগল তাদের স্থলাভিষিক্ত হচ্ছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৫

নাহল তরকারি বলেছেন: এর জন্যই আমেরিকার রাজনৈতিক প্যাচে আমরা পড়ে যাচ্ছি। তবে শেখ হাসিনার উছিলায় শান্তিতে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.