নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
ইমাম সাহেবের বেতন কত? তারা কেমন সুযোগ সুবিধা পায়?
একজন ইমাম সাহেবের বেতন সর্বোচ্চ ৮ থেকে ১০ হাজার। ১০ হাজার এর উপরে ওঠেই না। একটা গ্রামে মাসে দুই একটি মিলাদ থাকে। এমনও অনেক মাস আছে, মিলাদ হয় না। দুই তিনমাস পর পর যদি একটি মিলাদ হয়। সেই মিলাদ থেকে ইমাম কত টাকা হাদিয়া পায়। দুই একশ এর উপরে কেউ পারিশ্রমিক দেয় না।
আমাদের সাতকাহনিয়া গ্রামের ইমামের বেতন মনে করেন ১০ হাজার টাকা। পরিবার প্রতি ১০০ টাকা নেওয়া হয় হুজুরের বেতন এর জন্য। এমনও অনেক লোক আছে ১০ মাস ১১ মাস পার হয়ে যায়। হুজুর এর বেতন দেয় না। হুজুর এর বেতন নিয়মিত দেয়ে না এমন পাবলিক আমাদের সাতকাহনিয়া গ্রামে মিনিমাম তিন চারটা পরিবার আছে। তো মাস শেষে হুজুরের বেতন ৬ হাজার ওঠে। এই ৬ হাজার টাকায় কি আপনি বউ, সন্তান নিয়ে চলতে পারবেন?
হুজুর এর কোয়ার্টার কেমন? মসজিদের সাথেই ইমাম সাহেবের কোয়াটার্র। ইমাম সাহেবের কোয়াটার কোন রকম নয় ছয় করে বানায়। মনে হয় যেন এখানে ছাগল থাকবে। মানুষ না। একটি মানুষের উজ্জত এর জন্যই একটি পাকা পোক্ত, ভালো ও সুন্দর করে ইমামের কোয়াটার বানানো উচিত। হুজুরের বাসা এমন ভাবে বানানো উচিৎ যাতে ইমাম সাহেব তার প্রাণের স্ত্রী নিয়ে থাকতে পারে।
আবার মনে করেন মসজিদে শুক্রবারে খুতবা হয়। সেখানে ইসলাম নিয়ে কথা হয়। “সুদ খাওয়া ভালো না। ওজনে কম দিবেন না। ভোক্তাদের ঠকাবেন না। স্ত্রীদের সাথে ভালো ব্যাবহার করুন। বোনদের সম্পত্তি ভালো ভাবে বুঝিয়ে দিবেন।” এসব খুতবায় বললেই তার চাকরি নট। এমন উচিৎ কথা বলায় অনেক হুজুরদের চাকরি হারাতে দেখছি।
যখন হুজুররা বলে “স্ত্রীর সাথে সৎ ব্যাবহার করুন। পরকীয়া করবেন না। সম্পত্তিতে ভাই বোন কে ঠকাবেন না।” এগুলা ভাইরাল হয় না। হুজুরদের এমন কথায় ডিবিসি নিউজ, একাত্তর টিভি এসব কোন রিপোর্ট করে না।
“চা খাবেন, ঢেলে দেই। বসেন বসেন, বসে যান।” জাতীয় কথা গুলো বেশী ভাইরাল হয়। আর বাংলাদেশের টিভির চ্যালেন গুলা উৎ পেতে থাকে; কখন হুজুররা বেফাস কথা বলবে আর ওদের বিরুদ্ধে রিপোর্ট করা যাবে।
তাই হুজুরদের নিয়ে কেউ ভাবে না।
হুজুরদের বেতন বাড়াতে হবে।
তাদের কোয়াটার ভালো করে বানাতে হবে। আর এমন ভাবে বানাতে হবে যাতে স্ত্রী সন্তান নিয়ে থাকতে পারে।
ইমামতির পাশাপাশি অন্য কাজ শিখেতে হবে। আমাদের সাতকহানিয়া গ্রামের প্রথম হুজুর টেইলারি কাজ করতো। সেখান থেকে তার আয় হতো ৬ থেকে ৭ হাজার টাকা।
উল্টা পাল্টা কথা বলতে তার প্রতিবাদ করা উচিৎ। কিন্তু “ইভটিজিং, সুদ, ঘুস, পণ্যে ভেজাল মিশানো, নারীর সম্মন, সম্পত্তির সমান অধিকার” ইত্যাদি সামাজিক অবক্ষয় নিয়ে কথা বললে তার চাকরি নট; এমন মন মানষিকত থেকে বাহির হতে হবে।
১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫২
নাহল তরকারি বলেছেন: ধর্ম বিক্রি করা ঠিক না। ইহা একটি সামজসেবা মূলক কাজ।
২| ১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ইমাম হচ্ছে নেতা। তিনি নামাজ পরাবেন, সমাজে নেতৃত্বও দেবেন।
১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৭
নাহল তরকারি বলেছেন: আপনার কথা ঠিক। এখন ইমাম সাহেব হয়ে গেছেন মসজিদ কমিটির পুতুল।
৩| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: আমাদের এলাকার মসজিদে ইমাম সাহেবের বেতন ৪০ হাজার টাকা।
১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৭
নাহল তরকারি বলেছেন: আপনি কোন এলাকাতে থাকেন?
৪| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৯
জটিল ভাই বলেছেন:
ইমাম অনেক বড় বিষয়। ইমামের দায়িত্ব মসজিদের নামায পর্যন্ত সীমাবদ্ধ নয়। কিন্তু এখনের কতজন ইমাম সেটা উপলব্ধি করতে পারেন? ইমাম সাহেবদের ভরষা এখন আল্লাহ্ না কমিটির উপর??
১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:১১
নাহল তরকারি বলেছেন: আল্লাহ কি আরশ থেকে নেমে পৃথিবীতে এসে নিজ হাতে হুজুরদের বেতন দেয়?
৫| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১১
ডার্ক ম্যান বলেছেন: ইমাম সাহেবদের বেতন অনেক কম। তবে তাদের বাড়তি কিছু করা উচিত
১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:১১
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৬| ১৩ ই এপ্রিল, ২০২৩ ভোর ৬:৫৪
অগ্নিবেশ বলেছেন: আল্লাহ না চাহিলে ইমামের বেতন বাড়াবে কেডায়? মহান আব্বুল আলামিন ইমামদিগকে পরীক্ষা নিচ্ছেন। এই দশ হাজারেই চার বিবিকে নিয়ে হাসিমুকখে আলহামদুলিল্লাহ বলতে হবে।
১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:১২
নাহল তরকারি বলেছেন: তাদের উচিৎ অতিরিক্ত ইনকামের জন্য কিছু করা।
৭| ১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:০০
আহলান বলেছেন: খুবই দুঃখজনক। ইমাম - মোয়াজ্জিন সাহেবগনের সুযোগ সুবিধার দিকে সবার নজর দেয়া উচিৎ।
১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:১১
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৭
নতুন বলেছেন: হুজুরদের বেতন বাড়াতে হবে।
ইমামতি কোন চাকুরী না। সমাজের জ্ঞানীরাই নামাজের সময় ইমামতি করবেন।
আর ধর্ম বিক্রি করে টাকা আয় করা কতটুকু ইসলাম সম্মত?