নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

সবাই কে পহেলা বৈশাখের শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:০২

শুভ নববর্ষ ১৪৩০।



২০২১ সাল। সেবার পহেলা বৈশাখ আর পহেলা রমজান একই দিনে পড়েছিলো। ২০২২ সালের ১২ই রমজানে পড়েছিলো পহেলা। এবার ২০২৩ সালের ২২ রমজানে পড়বে পহেলা বৈশাখ। আল্লাহ দিলে আগামী বছর অথাৎ ২০২৪ সালের পহেলা বৈশাখে রমজান পড়বে না।

এই তিনটি বছর রোজা রেখে শরীল খুব কাহিল লাগতো। তাই পহেলা বৈশাখ পালন করতে পারি নাই। পহেলা বৈশাখের থেকে রমজানের রোজা রাখা কে বেশী লাভবান মনে করি।

২০০৯ সাল ও ২০১০ সাল। এই দুই বছর পহেলা বৈশাখে খুব মজা করেছি। ২০০৯ সালে আমি ক্লাস নাইনে পড়তাম। পহেলা বৈশাখের পরের দিন আমাদের উপজেলার ভবেরচর ইউনিয়নে কালীতলা গ্রামে মেলা হতো। আমি আর আমার বন্ধুরা সেখানে ঘুরাঘুরি করেছিলাম। সিঙ্গারা, আলুর চপ, বেগুনী ইত্যাদি খেয়েছিলাম। নানী কি রান্না করেছিলো, মজা হয়েছিলো কি না কিছুই মনে নাই। মনে আছে শুধু বন্ধুদের সাথে মেলায় ঘুরাঘুরি করা। আর এপ্লিল এর শুরুর দিকে, আমাদের ভবেরচর বাজারে জিলাপী বানানো হতো। এই জিলাপী দেখলেই আমার মনে আনন্দের আমেঝ শুরু হয়ে যেতো।

আমার সংসার ৬মাস স্থায়ী ছিলো। কোন পহেলা বৈশাখ বউ নিয়ে করার সৌভাগ্য হয় নি। বউ যদি থকাতো, তাহলে বউ এর সাথে খুব রঙ্গ, তামাশা, মজা করতে পারতাম। বউ এর শখ আহ্লাদ পূরন করতাম। একটা রোমান্টিক পরিবেশ বিরাজ করতো।

ফেসবুক ইউটুব সব স্থানে হুজুর আর একটি নিদিষ্ট গ্রুপ পহেলা বৈশাখ পালন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছে। যার মনে চায় পহেলা বৈশাখ পালন করবে। যার মনে চায় করবে না। রমজানে রোযা রেখে শরীল ক্লান্ত লাগে। তাই এবার পহেলা বৈশাখ উৎযাপন করতে পারবো না। এটা আমার ব্যাক্তিগত বিষয়। আমি পহেলা বৈশাখ পালন করবো কি না, এতে হুজুরা যেমন চাপ দিতে পারে না; তেমনি আমি রোজা রাখবো নাকি রাখবো এতে ওরা প্রেসার দিতে পারবে না।

সবাই কে পহেলা বৈশাখের সুভেচ্ছা।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫২

রাসেল বলেছেন: শুভ নববর্ষ

১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩২

নাহল তরকারি বলেছেন: শুভ নববর্ষ।

২| ১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪২

ফারজানা ইমাম বলেছেন: সবার নববর্ষ সুখের হোক।

১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩২

নাহল তরকারি বলেছেন: আমিন।

৩| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০২

রানার ব্লগ বলেছেন: গরমে পিয়াজু হয়ে যাচ্ছি। হাতে কামড় দিলে রোস্টের টেষ্ট পাচ্ছি। শুভ নববর্ষ।

১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩২

নাহল তরকারি বলেছেন: গরমে কাহিল লাগে।

৪| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফতোয়া দেওয়া ফেসবুক মোল্লারা সবার আগে বৈশাখ উদযাপন করতে যাবে। মাঝখানে সমালোচনা করে একটু ধার্মিক সাজতে চায়।

১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৩

নাহল তরকারি বলেছেন: হয়তো বা।

৫| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার বউয়ের সঙ্গে সময়টুকু কেমন কেটেছিল? ঝগড়াঝাঁটিতে না কি মোটামুটি ভালো?

১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৯

নাহল তরকারি বলেছেন: আমার বউ অদ্ভত চরিত্রের মানুষ ছিলো। এই চরিত্র কে আমি বিশ্রেষণ করিতে পারবো না।

৬| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪১

কিরকুট বলেছেন: নববর্ষের শুভেচ্ছা। একটু বৃষ্টি চাই ভাই।

১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৮

নাহল তরকারি বলেছেন: কাল বৈশাখী আসলে।

৭| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার চেয়ে কয় বছরের ছোট ছিল?

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৬

নাহল তরকারি বলেছেন: আমার বউ এর জন্ম তারিখ ০২ এপ্লিল ২০০৩।
আমাদের বিয়ে হয় ১৭-১০-২০২১।

বিয়ের সময় বউ এর বয়স ছিলো ১৮ বছর ৬ মাস ১৫ দিন।

৮| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২১

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা। ভালো ও সুস্থ থাকুন...

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৫

নাহল তরকারি বলেছেন: আমিন।

৯| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: দেখতে দেখতে বৈশাখ এসে গেলো।

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৬

নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই।

১০| ১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা ।

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৪১

নাহল তরকারি বলেছেন: শুভ নববর্ষর সুভেচ্ছা।

১১| ১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বউ যদি থকাতো, তাহলে বউ এর সাথে খুব রঙ্গ, তামাশা, মজা করতে পারতাম।

- বউ এর জন্য এখনো মন কেমন কমেন করে :(

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৪২

নাহল তরকারি বলেছেন: বউ ছাড়া পোলাগো কি আছে??

১২| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:০৭

নেওয়াজ আলি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । সুন্দর দিনের প্রত্যাশা ।

১৪ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৭

নাহল তরকারি বলেছেন: শুভ নববর্ষর সুভেচ্ছা।

১৩| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: স্বাধীন দেশে কেউ আপনাকে জোর করে কিছু করাচ্ছে না। আপনি পিয়াজু, আলুর চপ কিংবা সরষে ইলিশ খেলে যেমন অন্য কারো পেট ভরবে না তেমনি আপানি ওগুলো না খেলেও অন্যরা খাওয়া বন্ধ রাখবে না। কোন হুজুর আজ পর্যন্ত রোজা রাখা না রাখা নিয়ে আমাকে চাপ দেয়নি, তবে হ্যাঁ আমার মা-বাবা বলেছে, চাপ দিয়েছে। সে জন্য আমি কৃতজ্ঞ তাদের প্রতি। তবে সমস্যা হলো আপনি বাংলা নববর্ষ বলে কাউকে জোর করতে পারেন না বর্ষ বরণের পদযাত্রা বা অন্যকোন অনুষ্ঠান পালন করতে (সূত্র)। একটু আগে দেখলাম মাউশি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। প্রশ্ন হলো, মাউশি এ ধরনের সিদ্ধান্ত দেয়া বা উঠিয়ে নেয়া কতটুকু নৈতিক এবং গণতান্ত্রিক? সম্ভবত "রূপক রায়" বিষয়টি নিয়ে প্রথমে কিছুটা আতি উৎসাহী ছিলেন, কেউ তাকে রোজার বিষয়টি মনে করিয়ে দিয়েছে হয়তো। কিছু কিছু বিষয় ব্যক্তিগত থাকা উচিত।

বিয়ে করেন নি, তাই এত উৎসাহ দেখা যাচ্ছে বউ নিয়ে। ওটাও মিলিয়ে যেতে খুব বেশীদিন লাগবে না বৎস। আবদার পূরণ করে শেষ করতে পারবেন না। যাইহোক, রমজানের পবিত্রতা বজায় রাখুন, সুস্থ থাকুন, নববর্ষ শুভ হোক। ধন্যবাদ।



১৪ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৭

নাহল তরকারি বলেছেন: শুভ নববর্ষর সুভেচ্ছা।

১৪| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৮

নাহল তরকারি বলেছেন: শুভ নববর্ষর সুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.