নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ঈদের মজা।

২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৬



সবাই কে ঈদের সুভেচ্ছা। ঈদ কেমন গেলো? আশা করি সবার ঈদ ভালো কেটেছে। নববর্ষে যেমন আপনার আনন্দ করেছেন, ঈদেও আপনারা আনন্দ করেছেন নিশ্চই। কারন ধর্ম যার যার, উৎসব সবার। শাহরিয়ার কবির, জাফর ইকবাল, মুন্নি শাহা সহ, ইমরান এইচ সরকার, লাকি আক্তার সহ মুক্তমনা জনগণও খুব আনন্দের সাথে ঈদ উৎসব পালন করেছেন, বলে আমি আশা করি।

ঈদের মজা আসলে ঈদের আগের দিন। আর ঈদের নামাজে। দীর্ঘ ১ মাস রোজা রেখে। খারাপ কাজ থেকে দূরে থেকে ঈদ একটি আনন্দের বার্তা নিয়ে আসে। এখানে খারাপ কাজ বলথে আমি বুঝেয়িছি “মিথ্যে কথা বলা, কাজে ফকি দেওয়া, পরকীয়া করা, পর্ন দেখা, বউ কে পিটানো, স্বামী কে অহেতুক জ্বলানো, যৌতুক নেয়া, খাদ্যে ভেজাল দেওয়া, বিভিন্ন ভাবে ক্রেতাকে ঠকানো, পণ্যের দাম না বাড়ানো, টাকা ধার নিয়ে ফেরত না দেয়া, টাকা মেরে দেওয়া, ভাই ও বোনের সম্পত্তি থেকে বঞ্চিত করা ইত্যাদি ইত্যাদি।”

এসব পাপ কাজ থেকে শুধু রমজান মাসে না, সম্পন্ন ১১ মাসে ভালো কাজ অনুশীলন করবো।
ক্রেতা কে ঠকাবো না। স্বামী বা স্ত্রীকে ভা্লোবাসবো। স্বামী অক্ষম হলেও তাকে ভালো বাসবো। স্ত্রী কম সেক্সি হলেও তাকে ভালোবাসবো। পর্ন দেখবো না। খাদ্যে ভেজাল দিবো না। ওজনে কম দিবো না। ঘুস খাবো না। ভাই বোন কে সম্পত্তি থেকে বঞ্চিত করবো না। কারো টাকা মেরে দিবো না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক।

ভালো বলেছেন।

২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৩

নাহল তরকারি বলেছেন: ঈদ মোবারক।

২| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ঈদ মুবারক।

২৪ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৩

নাহল তরকারি বলেছেন: ঈদ মোবারক।

৩| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩০

সামছুল আলম কচি বলেছেন: ভালো মন এবং ভালো চিন্তার প্রকাশ। ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: ফার্মেসী ব্যবসা কবে শুরু করবেন?

২৪ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৫

নাহল তরকারি বলেছেন: ৩ মাসের ফার্মেসীর কোর্স আছে। সেটার সার্টিফিকেট পেলেই শুরু করিবো ইনশাল্লা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.