নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

এসএসসি পরীক্ষার্থীদে শুভেচ্ছা।

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪২


আজ ২৯-০৪-২০২৩ ইং তারিখ। বাংলা ১৬ বৈশাখ ১৬৩০। ৮ শাওয়াল ১৪৪৪ হিজরি।
আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা ২০২৩ শুরু। আমি ২০১১ সালের এসএসসি ব্যাচ। আমাদের সময়ে বাংলা, ধর্ম, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, রসায়ন, ভূগোল এবং ব্যাবসায় পরিচিতি বিষয় গুলো সৃজনশীল ছিলো।
মগ নামের একটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী আছে। ইংরেজী ১ম পত্রে সেটার উপরে একটা প্যাসেজ আসছিলো। স্যারদের সাজেশনে এই প্যাসেজ ছিলো না।
দেলোয়ার স্যার নামক একজন গণিত শিক্ষক ছিলেন। তার সাজেশনের বাহিরে কোন প্রশ্ন আসতো না। জ্ঞতিসিদের বাক্য মিথ্যা হতে পারে, কিন্তু স্যারের সাজেশন মিথ্যে হতো না।
ছুটির পর আবুল হোসেন স্যার এর ইংরেজি প্রাইবেট এর কথা এখনো মনে পড়ে। ইংরেজি শিক্ষক হাসন স্যার, এম এ মালেক এর কথা মনে পড়ে।
পরীক্ষার সময় খুব লেখতাম। কয়টা যে অতিরিক্ত পেপার নিতাম মনে নাই। ৬ হাজার টাকা দিয়া ফরম ফিলাপ করেছিলাম। টাকা তো উশূল করতে হবে। এসএসসি, এইচ এস সি, স্নাতক, মাষ্টার্স সব পরীক্ষায় খুব লিখেছিলাম। অনেকগুলো অতিরিক্ত পৃষ্ঠা নিয়েছিলাম। ফরম ফিলাপের টাকা উশূল করেছিলাম। পারলে তো প্রশ্নের উত্তর লিখতাম। না পরলেও লেখতাম। এক একটা উত্তর ৩ থেকে ৪ পৃষ্ঠা লিতাম।
এসএসসি পরীক্ষার্থীদের সুভেচ্ছা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

:) :) :) :) :) বলেছেন:

২| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শুভেচ্ছা। আবারও পরীক্ষায় অংশগ্রহণ করবেন কি না?

৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভেচ্ছা জানাই।

৪| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:০৭

চারাগাছ বলেছেন:
আপনার বানান টানান এমন কেন?
একজন এসএসসি পরীক্ষার্থী নিশ্চয়ই 'শুভেচ্ছা ' লিখতে পারে।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া করি।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: শিরোনাম ঠিক করুণ।
সুভেচ্ছা নয় শুভেচ্ছা হবে।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.