নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
কোন এক স্থানে আমি তাল গাছের বীজ লাগিয়েছিলাম। আজ সেখানে গিয়ে দেখলাম এমন পাতা গজিয়েছে। যেদিন আমার প্রথম বিয়ের তালাকের এক বছর হয়েছিলো, তার আশে পাশে সময়ে এই তাল গাছের বীজ মাটিতে পুতেছিলাম। এই তাল গাছ প্রাপ্ত বয়স্ক হতে হতে হয়তো ২০ থেকে ২৫ বছর লাগবে।
আজ প্রায় ১ বছর ৯ দিন ধরে আমি একা। এই লেবু বীজ আমি আমার বিয়ের ২ বা ৩ মাস আগে লাগিয়েছিলাম। বিয়ের পর এই গাছটি জন্মায়। গাছের সাথে মানুষের স্মৃতির কত মিল!!
০৬ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৬
নাহল তরকারি বলেছেন: আমি আরো গাছ লাগাবো। ইনশাল্লাহ।
২| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার স্ত্রীর সাথে একবারে সম্পর্ক ছিন্ন করবেন না।
মাঝে যোগাযোগ করবেন। দেখা করবেন। গল্প করবেন।
০৬ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৫
নাহল তরকারি বলেছেন: আমার ফেসবুক আইডি। আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। আপনার সাথে দুঃখের অনেক কথা আছে।
৩| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১০:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কষ্টকর স্মৃতিগুলো ভোলা যায় না। উপদেশ না, পরামর্শ বলতে পারেন, আপনার বিয়ের চ্যাপ্টারটা একেবারে মনের একটা কোনায় ঢেকে রাখুন, যেহেতু ওটাকে সমূলে ডিলিট করা সম্ভব না। ওসব নিয়ে কোনো পোস্ট, কথাবার্তা না বলুন। জীবন খুব সুন্দর, এমনকি কষ্টের মধ্যেও মানুষের ঠোঁটে হাসি ফুটে থাকে খুব প্রচ্ছন্নভাবে হলেও। বর্তমানকে উপভোগ করুন, নতুন ভাবে হাঁটতে শুরু করুন নতুন পথে।
অনেক অনেক শুভ কামনা আপনার আগামী দিনগুলোর জন্য।
০৭ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩২
নাহল তরকারি বলেছেন: গাছ লাগিয়ে কিছু জিনিস ভুলে থাকার চেষ্ঠা করি।
৪| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১০:৫৮
আহমেদ জী এস বলেছেন: নাহল তরকারি,
মনের মাঝে বিষাদ স্মৃতির তালগাছের বীজ বপন করেছেন। এ তালগাছ দিনে দিনে বড় হবে, হবে শক্ত-সুদৃঢ় এবং একসময় "তাল" নামের একটি শক্ত আঁটিওয়ালা ফল ধরবে তাতে। এই ফল যতো সুমিষ্টই মনে হোক মাথায় পড়লে মাথা ফাটবেই!
তাই ভালো হয় এমন গাছ না লাগালে। বরং বুকের জমিনে একটি ভালোলাগার দীঘি খনন করুন। ক্লান্ত-অবসন্ন মনে হলে সেই দীঘির জলে ডুব দিন। সব ক্লান্তি- গ্লানি ধুয়ে নেবে সেই দীঘির জল। দিনটা তখন সুন্দর মনে হবে.......
০৭ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩২
নাহল তরকারি বলেছেন: ইনশাল্লা। একদিন সব ঠিক হয়ে যাবে।
৫| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১১:১৪
জ্যাক স্মিথ বলেছেন: বর্তমানকে উপভোগ করুন, নতুন ভাবে হাঁটতে শুরু করুন নতুন পথে। সব ক্লান্তি- গ্লানি ধুয়ে যাবে একদিন।
০৭ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৮
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৬| ০৭ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৪
রানার ব্লগ বলেছেন: সুজুগ থাকলে আরো গাছ লাগান দেখবেন একাকিত্ব কেটে যাবে । গাছের যে প্রান আছে তারা যে সুখ দুঃখ ভাগ করে নেয় এটা জানতে আপনাকে বিজ্ঞানী হতে হবে না । গাছ লাগান গাছেরাই আপনাকে তাদের কাছে টেনে নেবে । আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি গাছ দুঃখ শুষে নেয় ।
০৭ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৮
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৭| ০৭ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৩
জুন বলেছেন: আপনি খুব ভালো করেছেন তাল গাছ লাগিয়ে তরকারি। তাল গাছ আমার অনেক অনেক প্রিয়। ঢাকা থেকে চিটাগং যেতে ফেনীর কাছে মেঠোপথের ধারে তালগাছের সারি দেখার জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। গ্রীস্মের দমকা হাওয়ায় তালগাছের পাতায় যে সরসর শব্দ ওঠে তা পৃথিবীর শ্রেষ্ঠ সুরকারও সেই সুর তুলতে পারবে না। আপনি আহমেদ জী এস এর কথা শুনবেন না। ওনার মত ছুরি কাচি চালানো লোকের কাছে "মাথার উপর পাকা তাল পড়বে" এমন কথাই শুনবেন, হুহ ---
+
০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৭
নাহল তরকারি বলেছেন: গাছ লাগানো ভালো।
৮| ০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: ওকে।
০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৭
নাহল তরকারি বলেছেন: আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়েছি।
৯| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই তালগাছ আপনার লাগানো তালের বিচি থেকে হয়নাই মনে হয়। বিচি থেকে চারা বের হতে ১ বছর লাগার কথা না।
০৮ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৫৫
নাহল তরকারি বলেছেন: তাহলে মনে হয় অন্য কিছু হয়েছে।
১০| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৭
শাওন আহমাদ বলেছেন: চোখ মেলে দেখুন পৃথিবী অনেক সুন্দর! খারাপ স্মৃতি নিয়ে না পড়ে থেকে নতুন কিছু নিয়ে নতুনভাবে জীবন শুরু করুন।
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৬
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ৮:১২
এইযেদুনিয়া বলেছেন: গাছের সাথে কত স্মৃতি জড়ানো। গাছগুলো অনেক বড় হোক। জীবনের আরো সুন্দর সুন্দর উপলক্ষে আপনি আরো বৃক্ষরোপন করুন, এই কামনা করি।