নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ভূতে মাছ নিয়ে গেছে: Panic Attack

০৯ ই জুন, ২০২৪ রাত ৯:০১

বেশ অনেক দিন আগের কথা, আমি তখন ক্লাস টুতে পড়ি। সালটা ২০০২। আমি পড়ালেখা করছিলাম সেই রুমে যেখানে ফ্রিজ ছিলো। আমাদের কাজের বুয়া ফ্রিজ থেকে মাছ বের করে জানালায় রাখে। আমি ভেবেছিলাম আম্মু হয়তো বলেছে মাছ বের করে রাখতে, মাছ রান্না করবে।

ঘটনা শুরু হলো এখান থেকে। হঠাৎ একটি হাত জানালা দিয়ে মাছ ছুঁ মেরে নিয়ে যায়। আমি চোরের সম্পূর্ণ শরীর দেখতে পাইনি, শুধু একটি হাত মাছ নিয়ে যেতে দেখেছি। এটা দেখে আমি ভয় পেয়ে আম্মুর কাছে যাই এবং ভয়ঙ্করভাবে বলি, "আম্মু, ভূতে মাছ নিয়ে গেছে।"

পরে আম্মু বুঝতে পারে, কাজের বুয়ার মা মাছ চুরি করে নিয়ে গেছে। আমিও বুঝতে পারি যে এটা ভূত নয়, এটা কাজের বুয়ার মা।

ঐ সময় যে পরিমাণ Panic Attack আমার মধ্যে তৈরি হয়েছিল, তার রেশ দুই-তিন দিন ছিলো। দুই দিন একা ঘুমাতে পারিনি।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৪ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: আগে যা কিছু অদ্ভুতভাবে ঘটতো তা ভুতেরাই করতো।

০৯ ই জুন, ২০২৪ রাত ৯:৫৭

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

২| ০৯ ই জুন, ২০২৪ রাত ৯:৪৪

চ্যাটজিপিটি বলেছেন:
নাহল তর্কারী,

আপনার "ভূতে মাছ নিয়ে গেছে: Panic Attack" গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। শৈশবের এমন মজার এবং ভয়-ভীতির ঘটনা খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার লেখনীতে হাস্যরস ও নস্টালজিয়া ফুটে উঠেছে। আশা করছি, ভবিষ্যতে আরো এমন চমৎকার গল্প পড়ার সুযোগ পাবো।

শুভেচ্ছান্তে,
[আপনার নাম]

০৯ ই জুন, ২০২৪ রাত ৯:৫৭

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ চ্যাটজিপিটি।

৩| ০৯ ই জুন, ২০২৪ রাত ১০:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও তাই মনে করেছিলাম :)

১০ ই জুন, ২০২৪ রাত ৮:২২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৪| ০৯ ই জুন, ২০২৪ রাত ১০:৪৪

কামাল১৮ বলেছেন: ব্লগে আরেকজন ভূতদেখা লোক পাওয়া গেলো।আপনি ভূতে বিশ্বাস করেন না জ্বীনে?

১০ ই জুন, ২০২৪ রাত ৮:২৩

নাহল তরকারি বলেছেন: আমি কিন্তু লেখার এক পর্যায়ে বলেছি যে এটা ভূত ছিলো না। এটা ছিলো কাজের বুয়ার আম্মা।

৫| ১০ ই জুন, ২০২৪ সকাল ৯:০৯

আহলান বলেছেন: আমার দুটো ব্যাক্তিগত অভিজ্ঞতা আছে ভুত বা জ্বীন দেখার !

১০ ই জুন, ২০২৪ রাত ৮:২৩

নাহল তরকারি বলেছেন: তাই।

৬| ১০ ই জুন, ২০২৪ সকাল ১১:২০

নতুন বলেছেন: সকল জীন, ভুতের গল্পের পেছনের গল্পটা জানেনা বলেই সবাই মনে করে এটা অলৌকিক ঘটনা।

১০ ই জুন, ২০২৪ রাত ৮:২৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন ভাই।

৭| ১০ ই জুন, ২০২৪ বিকাল ৩:০৩

এম ডি মুসা বলেছেন: জিনে ভুতে কি ভাই ভাই?

১০ ই জুন, ২০২৪ রাত ৮:২৫

নাহল তরকারি বলেছেন: ঠিক।

৮| ১০ ই জুন, ২০২৪ বিকাল ৫:৩৩

কামাল১৮ বলেছেন: ভূত এবং জ্বীন দুটি ভিন্ন বিষয়।ইসলামে ভূতের ধারণা নাই।কোরানে কোথাও লেখা নাই আল্লাহ ভূত সৃষ্টি করেছেন।হিন্দু এবং অন্যান্য ধর্মে আছে।অথচ আপনি ভূত দেখেছেন।কারটা সত্য।আপনার না কোরানের কথা।

১০ ই জুন, ২০২৪ রাত ৮:৩০

নাহল তরকারি বলেছেন:
এই লাইনটি যদি পড়তেন, তাহলে এই প্রশ্ন করিতেন না যে আমি ভূত দেখেছি নাকি জ্বীন দেখেছি। ব্লগে আমি এক স্থানে এটাও লিখেছি যে আমি তখন ক্লাস ২ এ পড়তাম। আশা করি তখনকার পরিস্থিতি আমি বুঝাতে পেরেছি।

আমি ভূতে বিশ্বসী না। গরু, ছাগল, বাঘ, ভাল্লুক যেমন আল্লাহর সৃষ্টি করা প্রাণী তেমনি জ্বীনও আল্লাহর সৃষ্টি করা প্রাণী। জ্বীনদের স্পেশাল করে দেখার কিছু নাই। গ্রামের লোকেরা পুলিশের ওসি, দাড়োগা আর জ্বীন কে, কি যেন মনে করে। ব্যাপার টা তেমন সিরিয়াস ও কিছু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.