নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
গত ২৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে একটি ডিপিএস করেছিলাম। সোনালী ব্যাংকে ডিপিএস করেছিলাম। মাসে ১ হাজার টাকা। বন্ধুদের আড্ডা, ঘোরাঘুরি, বিকালের নাস্তায় অনেক টাকা খরচ হয়ে যায়। ডিপিএস করে রাখলাম। একটা সময় পরে অনেক টাকা রির্টান পবো। এই উদ্দেশ্যে টাকা রেখেছি। হয়তো ১০ বছর পর এই টাকা দিয়ে ব্যাবসা শুরু করতে পারি। বা এফডিআর করতে পারি। বা অন্য কোন প্রোয়োজনে টাকা ব্যায় হতে পারে।
২০১৪ সালে আমার বাপ মা যদি বলতো, এত টাকা খরচ না করে কিছু টাকা জমাও। তাহলে হয়তো আমার হতে কম হলেও ১ লাখ ২০ হাজার টাকা আসতো। সেটা দিয়ে একটি এফডিআর করতাম। মুনাফার কিছু অংশ দিয়ে আবার ডিপিএস করতাম। আর নিজের হাত খরচ চালাতাম।
আমি আপনাদের সঞ্চয় করার জন্য উৎসাহ করবো। আর কিস্তি, ক্ষুদ্র ঋন, হোম লোন, কার লোন, স্টুডেন্ট লোন ইত্যাদি না করার জন্য অনোরোধ করছি। মনে করেন আপনি গাড়ি কিনার জন্য লোন নিলেন। বা হোম লোন নিলেন। ঋনের টাকাটা পরিশোধ করাটা লস প্রজেক্ট। মনে করেন ১০ হাজার টাকা দিয়ে মোবাইল কিনলেন। টাকাটা লোনের। আপনার কিন্তু পরিশোধ করা লাগতাছে সুদ সহ ১৫ হাজার টাকা। এতে আপনার ৫ হাজার টাকা লস। তা ছাড়া এই মোবাইল দিয়ে তো ১০ ০০০ টাকা ও লাভ হচ্ছে না।
আপনি ফ্ল্যাট কিনারা জন্য, গাড়ি কিনার জন্য, ফ্ল্যাট কিনার জন্য বা অবসরে আরমে কাটানোর জন্য ডিপিএস করলেন। এটা আপনার জন্য ফায়দা নয় কি? মধ্যবিত্তরা ডিপিএস করবে। বড়লোকরা যা মনে চায় করুক।
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৮
নাহল তরকারি বলেছেন: আমি ফ্রিল্যান্সিং শিখছি।
২| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০২
আজব লিংকন বলেছেন: ভাল কাজ করেছেন।।
কত বছরের করেছেন?
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৮
নাহল তরকারি বলেছেন: মাত্র ১০ বছর।
৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৯
জেনারেশন৭১ বলেছেন:
কিসের আয় থেকে সন্চয় করছেন?
৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৫
সৈয়দ কুতুব বলেছেন: এগিয়ে যান। ভালো কিছুর অপেক্ষায়!
৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৩
বিষাদ সময় বলেছেন: সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। ডিপিএস করেছেন ভাল করেছেন তবে রূঢ় বস্তবতার কারণে এটা নিয়ে কোন স্বপ্ন না দেখাই ভাল। কারণ এখন বসে বসে যে পরিকল্পনা করবেন ইনফ্লেশন এর কারণে দশ বছর পর যখন ডিপিএস ম্যাটুউরড হবে তখনকার সাথে এসব পরিকল্পনার আর কিছুই মিলবে না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
আপনি কি চাকুরী পেয়েছেন?