![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
ব্লগ লিখার আগে বলে রাখি, এখন আমি তেমন টিভি দেখি না। ব্রডব্যান্ড ইন্টারনেট আসার পর ইউটুব, ফেসবুক ব্রাউজ করি। এতেই সময় চলে যায়। বাসায় টিভি থাকলেও দেখার ইচ্ছে করতো না হয় তো।
১৯৮০ দশকের দিকে গ্রামের কম মানুষের ঘরে টেলিভিশন ছিলো। তখন বাড়ি বাড়ি বিদুৎ ছিলো না। তখন আইপিএস এর ব্যাটারি মত ব্যাটারি ছিলো। সেটা দিয়ে টিভি চালাতো। একটি গ্রামে ৫০ টি পরিবার থাকলে হয়তো একজনের বাড়িতে টিভি থাকতো।
আলীপুরা ও সাতকাহনিয়া গ্রাম মিলে আমাদের ৩ নং ওয়ার্ড (ভবেরচর ইউনিয়ন, গজারিয়া, মুন্সীগঞ্জ)। গ্রামে শুধু নানার বাড়িতেই টিভি ছিলো। সেটা ১৯৯৮ বা ১৯৯৯ হবে। নানায় তখন সোনালী ব্যাংকের হেড অফিসে চাকরি করতেন। তখন নানা মতিঝিলি থেকে ব্যাটারি চার্জ করে আনতেন। তখন থেকে নানা ভবেরচর টু ঢাকা গিয়ে এসে চাকরি করতেন।
তখন তো বিটিভি ছাড়া কিছু চ্যানেল ছিলো না। তাও একটি এন্টিনিয়ার এর মাধ্যমে বিটিভি টা আসতো। কারো কারো তো মাঝে মাঝে ভারতীয় চ্যানেল ও আসতো। তখন বিটিবির অনুষ্ঠানে খুব সৃজনশীলতা ছিলো। ২০০৬ সালের দিকে সম্ভবত নানার বাড়িতে ডিস আসে। তখন অনেকেই বিটিভি থেকে অন্য চ্যানেলের দিকে লোকদের দৃষ্টি সরে যায়। বেসরকারি চ্যানেলে ওরা চেষ্টা করতো সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য। তখন থেকে বিটিভির অনুষ্ঠানের মান কমতে থাকে।
২০১৪ সালে সম্ভবত নানীর বাড়িতে একা একা বসে ছিলাম। তখন বিটিভি ছাড়লাম। সরকারের “ইউনিয়ন ডিজিটাল সেন্টার” থেকে কি কি সেবা পামু সেটা নিয়ে একটি নাটিকা দেখাচ্ছিলো। ভালই লাগছিলো। আকাশ গো একটি এপ আছে। সেটা দিয়ে বিভিটি দেখতাছি কিছুদিন ধরে। সঙ্গীতা অনুষ্ঠান, নাচ শিখার অনুষ্ঠান, খবর ছাড়া তেমন কিছু পড়ে নাই।
এই যুগে টিভিতে সঙ্গীত কে শুনে। গান হয় ইউটুব থেকে শুনবে বা মেমরি কার্ড থেকে শুনবে। আবার টিভিতে নাচের অনুষ্ঠান দেখায়। নাচও আমরা ইউটুব থেকে দেখতে পারি। তাহলে টিভি অন করার কি দরকার?
ব্রডব্যান্ড আসার পর বিটিভি সহ, অন্যান টিভি চ্যানেল দেখেন?
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:১০
নাহল তরকারি বলেছেন: ব্রডব্যান্ড (আমরা যাকে ওয়াই-ফাই বলি) আসার পর সবাই ইউটুব, ওটিটি প্লাটফর্ম, ফেসবুক ও টিকটক মুখী হয়ে গেছি। তাই এখন টিভির দিকে কেউ তাকায় না। ইউটুবে যখন খুসি দেখা যায়। যেখান থেকে দেখে শেষ করছি ঐখান থেকে শুরু করা যায়। এসব সুবিধার জন্য কেউ ইউটুব দেখে না।
২| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৫:১০
সৈয়দ কুতুব বলেছেন: না । এখন বিটিভি দেখা হয় না।
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:১১
নাহল তরকারি বলেছেন: শুধু বিটিবি না, কেউ টিভিই দেখে না।
৩| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৫:২৩
ওমর খাইয়াম বলেছেন:
নানি তো নেই, এখন আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে? কে বিল দিচ্ছে?
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:১২
নাহল তরকারি বলেছেন: বাহ! ভালো তো। আপনি আমার খাওয়া দাওয়ার খবর নিচ্ছেন। আপন মামা, চাচারা খাওয়ার কথা চিন্তা করলো না। আপনি খাওয়ান এখন।
৪| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: আমি টিভিই দেখনি না। সময় নাই।
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:১২
নাহল তরকারি বলেছেন: আমারও একই অবস্থা।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০২৫ বিকাল ৫:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: টিভির এখন রেডিও-র মতো অবস্থা দিন দিন দর্শক কমে যাচ্ছে।