![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
যখন নাইনে পড়ি তখন সবই ভালো লাগতো। ভালো লাগতো ক্লাসের সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে থাকতে। তার সাথে কথা বলতে ভালো লাগতো। তখন শ্যামলা ও কালো মেয়েদেরও ভালো লাগতো। ভালো লাগা মেয়েদের সঙ্গ আমার কাছে ভালো লাগতো। তার সাথে মিশতে ভালো লাগতো। কিন্তু সমস্যা হচ্ছে “কোন কারনে তার সাথে কথা বলবো, কোন টপিক নিয়ে কিভাবে কথা বলল” টপিক জমে যাবে সেটা তখন জানতাম না। আর ভালো লাগত, রাতে পড়া শেষে প্রিয় মানুষের কথা ভাবতে।
আর ভালো লাগতো পড়া ফাকি মারতে। আর ভালো লাগতো শেষ ক্লাসটি। ঐ সময় খুব রিলাক্স অনুভব হতো। শেষের ক্লাসটার বলছি। আর ভালো লাগতো বন্ধুদের সাথে কথা বলতে, বিকালে সিঙ্গারা, পুরি, আলুর চপ ও বেগুনী খেতে। আর ভালো লাগতো বন্ধুদের সাথে কোন টপিকের চুল ছেড়া বিশ্রেষণ।
আর ভালো লাগতো, কোন আরজে এর অনুষ্ঠান।
০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৮
নাহল তরকারি বলেছেন: এই বৃষ্টির দিনে আমার উদাসীন মন, ক্লাস নাইনের দিন গুলির কথা মনে পড়েছিলো। আপনার এই প্রশ্ন দেখে আবার বাস্তবে আসলাম। মানুষ তো নিজের পরীক্ষা নিজেই দেয়। আমার পরীক্ষা কি মাইন্সে দিবো? এটা কোন কথা? আমার পরীক্ষা মাইন্সরে দিতে দিবো? কেন্দ্রে দারোয়ান ওরে না ঘাড় ধাক্কা দিয়া বাহির কইরা দিবো।
আর প্রক্সী কি ভাই? খায় নাকি টিপে?
২| ০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৬
ওমর খাইয়াম বলেছেন:
১নং প্রশ্নের উত্তর থেকে বুঝা যাচ্ছে যে, আপনি নিজে কোনভাবে এসএষসি পাশ করতে পারার কথা নয়।
০৭ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৮
নাহল তরকারি বলেছেন: যে যেমন, সে তেমন ভাবে।
৩| ০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: উমুক নায়ক- তুমুক নায়ক
একটা নায়ক নায়ক ভাবছিল;
শুক্রবার টিভিতে সিনেমা হলে
নতুন সিনেমা দেখতাম বিষেশ করে
নায়ক রুবেল তারপর সালমান শাহ-
তবে আমি কোন নায়কের ভাব নিতাম না
নায়ক হওয়ার চঞ্ঝলনাটা ছিল তাই সবাই
নায়ক বলে ডাকতো নায়কার অভাবছিল;
০৭ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৯
নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
৪| ০৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২০
সৈয়দ কুতুব বলেছেন: ক্লাস নাইনে পড়া ফাকি মারতেন কিভাবে ? গ্রুপ ভাগ হলে পড়ার চাপ অনেকটাই বেড়ে যায়।
০৭ ই জুলাই, ২০২৫ রাত ৯:০০
নাহল তরকারি বলেছেন: বৃষ্টি আসলে পড়ায় ফাকি দিতাম।
৫| ০৭ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩৮
এইচ এন নার্গিস বলেছেন: প্রথম প্রেম বলে কথা ।
০৭ ই জুলাই, ২০২৫ রাত ৯:০০
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০০
ওমর খাইয়াম বলেছেন:
আপনি নিজে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, নাকি আপনার হয়ে কেহ প্রক্সী দিয়েছিলো?