নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

“তুই তো দুই আনার মালিক, রাস্তায় গিয়ে থাক।”- বৃদ্ধ মাকে ছেলে।

১৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৩




খবরের লিংক

দেখুন। সম্পত্তির লোভে মাকে বাসায় ঢুকতে দেয় না। হয়তো বউ শিখিয়ে দিছে। “আর সহ্য করতে পারছি না। তুমার মাকে এবার বৃদ্ধাশ্রমে পাঠাও।” এমন কথা হয়তো বউয়েরা হর হামেশাই বলে থাকে। বউ এর কথায় মা কে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ব্লগে কিছু কিছু সুশীল ব্যাক্তিরা বলবে, আমি মিথ্যা কথা বলছি।

আরেকজন তো বাপ মা এর নামে “শিশু নির্যাত” মামলা করেছে। ওরে নাকি পিটায়। মারে। ধমক দেয়। পড়া না পড়লে ধমক তো দিবেই। এটাই স্বাভাবিক নয় কি? ওর মুখের ফেইস এক্সপ্রেষন দেখে মনে হচ্ছে যেন সে খুব হ্যাপি। তার কোন ইচ্ছে অপূর্ন হয় নি। একদম পাপ্পা কা পরি। এমন মেয়েদের অত্যাচার করলে মুখে ভয়ের ছাপ থাকার কথা। শরীলে আঘাতের চিহ্ন থাকার কথা। শরীলে আঘাতে চিহ্ন আছে কিনা এটা বিজ্ঞ কোর্ট মহিলা ডাক্তার দিয়ে যাচাই করবে।

সবাই কে সঠিক জ্ঞান দিক।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিছু কিছু মা-বাপ আছে ছেলেমেয়েদের আহ্লাদ করে এমন বেয়াদব বানায়। নিচের মেয়েটা বড় হয়ে উপরের ছেলেটার মতো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.